ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিএনপিতে কি যোগ্য লোকের অভাব? যা বললেন ইশরাক হোসেন

প্রকাশিত: ১৪:৩৬, ১ মে ২০২৫

বিএনপিতে কি যোগ্য লোকের অভাব? যা বললেন ইশরাক হোসেন

বাংলাদেশে গণতন্ত্রের বর্তমান অবস্থানকে ‘আর্লি স্টেজ’ বা প্রাথমিক পর্যায়ের উল্লেখ করে বিএনপির নেতা ইশরাক হোসেন মনে করেন, এই বাস্তবতায় একজন ব্যক্তি একই সঙ্গে সরকারপ্রধান, সংসদ নেতা এবং দলের প্রধান হতে পারেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “গণতন্ত্রের আর্লি স্টেজে একই ব্যক্তি তিনটা জায়গার প্রধান হতে পারেন। না হলে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে।”

উপস্থাপক প্রশ্ন করেন, একই ব্যক্তি কি সরকারপ্রধান, দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারেন? উত্তরে ইশরাক হোসেন বলেন, “একটা সরকারের প্রধান অর্থাৎ একজন লিডার। সংসদীয় নেতা যিনি হবেন তিনিও লিডার এবং পলিটিক্যাল পার্টির যিনি প্রধান তিনিও লিডারশিপের জায়গায় থাকেন। তা আমাদের বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্রের যে অবস্থা রয়েছে, অনেক আর্লি স্টেজে।এই জায়গাতে আমি মনে করি যে একই ব্যক্তি তিনটা জায়গার প্রধান হতে পারেন। এই কারণেই, তা না হলে পরে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে।”

তিনি আরও বলেন, “এবং সেই জায়গাতে বারবার যদি এই ধরনের বাধা আসে বা একটা কনফ্লিক্ট তৈরি হয়, তাহলে কিন্তু রাষ্ট্র পরিচালনায় যেরকম একটা বিঘ্ন সৃষ্টি হবে, সেরকম দলীয় শৃঙ্খলাতেও একটা সমস্যা তৈরি হতে পারে। সংসদেও যখন আইন পাশ করবেন বা বিভিন্ন ধরনের বিল উত্থাপন হবে, তখন কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হতে পারে। তো আমি মনে করি, ‘আর্লি স্টেজ অফ ডেমোক্রেসিতে ইটস ওকে টু হ্যাভ এক ব্যক্তি যদি তিনটা দায়িত্ব পালন করেন আর কি।’”

এ পরিপ্রেক্ষিতে উপস্থাপক আরও প্রশ্ন রাখেন, রাজনীতিকেও যদি একটি এরিয়া ধরি, তাহলে একজন ব্যক্তি যদি সরকার প্রধান, দলের প্রধান এবং সংসদ নেতা হন, তবে সেটি কি বোঝায় না যে ওই দলে যোগ্য লোক নেই? তিনটি আসনে বসবার মত লোক না থাকলে, আবার সেই ব্যক্তিকে দুবারের বেশি প্রধানমন্ত্রী করতেও চাওয়া হচ্ছে।এতে কি দেশে বা অন্তত দলটিতে যোগ্য ব্যক্তির অভাব বোঝা যায় না?

এই প্রশ্নে জবাব দিতে গিয়ে ইশরাক হোসেন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু সর্বপ্রথম, বাংলাদেশের ইতিহাসে, যে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না।এই ঘোষণাটি এসেছে কিন্তু বিএনপির পক্ষ থেকে। অর্থাৎ একটা পরিবর্তন কিন্তু শুরু হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমার বিশ্বাস যে ভবিষ্যতেও এই জিনিসটি অতি দ্রুততম সময়ে কার্যকর হবে। তো এরকম একটি পদক্ষেপ তো এসেছেও বিএনপির পক্ষ থেকে প্রথমেই। সেই বিষয়টাও তো এপ্রিশিয়েট করা উচিত বলে আমি মনে করি। "

তিনি আরো বলেন,“পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এবং এখন যে আলোচনাটি আসছে,যে তাহলে একবার গ্যাপ দিয়ে তৃতীয়বার কেন হতে পারবে? তো আমি মনে করি যে এটাও এখন আলাপ আলোচনা হচ্ছে। ঐক্যমত্য কমিশন বিভিন্ন দলগুলোর সাথে বৈঠক করছে। আমি বিশ্বাস করি যে একটা জায়গায় পুরো বাংলাদেশ, পুরো জাতি এক জায়গায় অবশ্যই একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারবে।”

উপস্থাপক পাল্টা প্রশ্ন করেন, “কিন্তু একটা একটা জায়গায় কি পুরো জাতি ঐক্যমতে পৌঁছাতে পারবে? বা সেটা কি আসলে আপনারা এপ্রিশিয়েট করছেন? যেমন আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের চলমান সংস্কার নিয়ে সবাইকে সব বিষয়ে একমত হতে হবে বলে তিনি মনে করেন না। তিনি বলছেন, সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে,এটা তো একটা বাকশালী চিন্তা।”

এ বিষয়ে ইশরাক হোসেন বলেন, “এটা তো এটা ডেফিনেটলি।সবাই যদি সবকিছুতে একমত হতো, তাহলে তো দেশে আর রাজনীতি বা দেশে কোন ধরনের মতপার্থক্য বা এই ধরনের কোনো বিষয়ই থাকতো না। তাহলে তো সবাই এক ব্যক্তি, এক দল, এক রাষ্ট্র।যেটা বাকশাল, সেরকমই হয়ে যেত। অবশ্যই এখানে আমাদের মতপার্থক্য থাকবে। এবং গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে যে, বিভিন্ন মতের মানুষ এখানে একসাথে পাশাপাশি তারা অবস্থান করবে এবং সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে। সকল বিষয়ে যদি সব একমত হয়ে যায়, সবাই একমত হয়ে যায় তা তো সম্ভব না, কোনোদিনও।”

 

 

 

সূত্র:https://tinyurl.com/4axcyv48

আফরোজা

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার