ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে !

প্রকাশিত: ২২:৫২, ৩০ এপ্রিল ২০২৫

‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে !

ছবি: সংগৃহীত

নিশ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়েছে ইসরায়েল, দেশজুড়ে দাবানলের ভয়াবহতায় জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। আগুনের বিস্তার এতটাই ভয়াবহ যে দেশটিতে ঘোষণা করা হয়েছে ‘জাতীয় জরুরি অবস্থা’।

বুধবার (৩০ এপ্রিল) ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, জেরুজালেমের পার্বত্য এলাকায় দাবানলের আগুন ছড়িয়ে পড়ায় প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। তিনি আইডিএফ প্রধান আইয়াল জামিরকে দ্রুত সামরিক বাহিনী নামিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করার অনুরোধ জানান।

কাটজের দপ্তর থেকে জানানো হয়, “আমরা বর্তমানে একটি জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি। মানুষের জীবন রক্ষা ও দাবানল নিয়ন্ত্রণে সব বাহিনীকে একত্রিত করতে হবে।”

টাইমস অব ইসরায়েলের খবরে আরও বলা হয়, দাবানল জেরুজালেম শহরের পশ্চিমাংশের এস্টাওল বনাঞ্চল থেকে ছড়িয়ে পড়েছে। এতে কয়েকটি আবাসিক এলাকা খালি করে দেওয়া হয়েছে। এছাড়া বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক রুট-১ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এই নিয়ে গত এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো রাজধানীর পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে ভয়াবহ আগুনের কারণে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।

ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, জেরুজালেম পার্বত্য অঞ্চলের অন্তত পাঁচটি স্থানে আগুন জ্বলছে। প্রচণ্ড গরম ও জোরাল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে।

নেভে শালোম, বেকো’আ, টা’ওজ এবং নাখশোন গ্রামসহ আশপাশের এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। লাটরুনের সামরিক স্মৃতিস্তম্ভ এবং এক পার্শ্ববর্তী মঠও খালি করে দেওয়া হয়েছে, যার ফলে একটি স্মরণসভা বাতিল করা হয়।

পুলিশ মেসিলাত সিয়ন গ্রাম খালি করার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের ন্যাচার অ্যান্ড পার্কস অথরিটি আশপাশের পার্কগুলো থেকেও পর্যটকদের সরিয়ে নিয়েছে।

এছাড়া প্রধান মহাসড়ক রুট-১ ছাড়াও রুট-৩, ৬৫, ৭০ এবং ৮৫ বন্ধ করে দেওয়া হয়েছে। দাবানলের কারণে জেরুজালেম-তেল আবিব রুটে ট্রেন চলাচলও সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আসিফ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার