
ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে খবির উদ্দিন মিয়া (৭৫) নামে একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মালিগ্রাম বাজারের আকন ভবনের নিচতলা থেকে বিজিবি সদস্যর মৃতদেহ উদ্ধার করে। ওই ভবনের পঞ্চম তলায় ২ সন্তানসহ পরিবারের সাথে বসবাস করতেন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মামুন খান জানান, মালিগ্রাম বাজারের একটি বহু তল ভবনের নিচ তলা থেকে বুধবার রাত আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিজিবি সদস্যর গ্রামের বাড়ি কালামৃধা ইউনিয়নের ভাসরা এবং মৃত দলিল উদ্দিন মিয়ার পুত্র।
শিহাব