
রিয়াসাদ'কে পেটানোর পরিকল্পনা করেছে ধান্দাবাজরা, বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।
আজ বুধবার (৩০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এ কথা জানান ইলিয়াস।
ইলিয়াস তার পোস্টে বলেন, সম্প্রতি বিসিবির বিশাল অনিয়ম নিয়ে টানা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছেন স্পোর্টস সাংবাদিক রিয়াসাদ আজিম। তার রিপোর্টের পরই বোর্ড অব ডিরেক্টরস এর অনুমোদন ছাড়া ফারুক আহমেদের ২৫০ কোটি টাকা উত্তোলন ও ২৩৮ কোটি টাকা ট্রান্সফারের খবর জাতি জানতে পারে।
নি:সন্দেহ এটা বড় খবর উল্লেখ করে তিনি আরো বলেন, কার স্বার্থে বোর্ড প্রধান এই বিপুল অর্থ ট্রান্সফার একাই করলেন?
আজ খবর পেলাম স্রোতের বিপরীতে কাজ করা রিয়াসাদকে নাকি পে'টানোর পরিকল্পনা করছে ধা'ন্ধাবাজরা। কারা এসবের সাথে জড়িত, কোথায়, কিভাবে ক্লোজড ডোর মিটিংয়ে দুর্নীতির খবর বন্ধ করার পায়তারা চলছে সব উন্মোচন করা হবে।
পোস্টের শেষে ইলিয়াস বলেন, অপেক্ষা করুন।
ফুয়াদ