ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের পোস্টারে আবরার ফাহাদ

প্রকাশিত: ১২:২১, ৪ জুলাই ২০২৫

জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের পোস্টারে আবরার ফাহাদ

ছবি: সংগৃহীত

জুলাই ২০২৪-এর অন্যতম শিল্পী-যোদ্ধা দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রাম’-এর অংশ হিসেবে বিশেষ দশটি পোস্টার আঁকছেন।

এই পোস্টার সিরিজে ফুটে উঠছে—কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং ওই মাসে কী ঘটেছিল। সিরিজটির প্রতিটি পোস্টারই ধাপে ধাপে প্রতিদিন প্রকাশ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ প্রকাশিত হলো জুলাইয়ের চতুর্থ পোস্টারটি।

এই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এই পোস্টারে আজকে স্থান পায় আবরার ফাহাদ, যে ভারতীয় আধিপত্যের ব্যাপারে কথা বলায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।

আবির

×