
ছবি: জনকণ্ঠ
স্মরণকালের ভালো নির্বাচন উপহার দিতে চায় অন্তর্বতীকাল সরকার এমনটাই বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।
শুকবার (০৪ জুলাই) বিকাল ৪ টায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া জামালপুর -১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরির্দশনের আগে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। প্রার্থীদের পোলিং এজেন্টরা থাকতে পারবেন। এছাড়া উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে। এই ভাবে নির্বাচনে যেই আসুক তাকে স্বাগত জানানোর কথাও জানান তিনি।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিঃ(বাপেক্স) আয়োজিত এই সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সচিব মোঃ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ফজলুল হক ও জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগমসহ প্রমুখ।
সভা শেষে তিনি মাদারগঞ্জের সৌর বিদ্যুৎ প্রকল্প পরিদর্ষন করেন।
ছামিয়া