
ছবি সংগৃহীত
চলতি বছর সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হতে পারে ৬ জুন (শুক্রবার)। এর আগের দিন ৫ জুন নির্ধারিত হয়েছে পবিত্র হজের গুরুত্বপূর্ণ অংশ আরাফার দিন, যেখানে লাখো হজযাত্রী আল্লাহর রহমত ও ক্ষমা কামনায় আরাফাতের ময়দানে সমবেত হবেন।
বুধবার (৩০ এপ্রিল) মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানী ও সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য নিশ্চিত করলেও জানায়, এই তারিখ এখনো আনুষ্ঠানিক নয়। সৌদি আরবসহ অন্যান্য ইসলামিক দেশের চাঁদ দেখা কমিটি জিলকদ মাসের ২৯তম দিনে বৈঠকে বসে চাঁদ দেখার ভিত্তিতে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।
সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ অনুসন্ধানে বৈঠকে বসবে। আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, ওই দিন সকালেই চাঁদ দেখা যেতে পারে, ফলে ২৮ মে শুরু হবে জিলহজ মাস। সে হিসেবে ১০ জিলহজ, অর্থাৎ ৬ জুনই পড়বে ঈদুল আজহা।
এই তথ্যের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত এরই মধ্যে ৫ জুনকে আরাফার দিন হিসেবে ছুটি ঘোষণা করেছে।
আশিক