
দীর্ঘ ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন।
বুধবার (৩০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এক জরুরি সভায় এই ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি জানান, ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জাকসুর পুরাতন গঠনতন্ত্র বাতিল করে নতুন গঠনতন্ত্র অনুমোদন করা হয়েছে। এই নতুন কাঠামো অনুযায়ীই এবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে এবং একই বছরে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ১৯৯৩ সালের ২৯ জুলাই এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষক সংঘর্ষের জেরে তৎকালীন প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে দেয়। এরপর দীর্ঘ ৩২ বছর ধরে বন্ধ থাকে নির্বাচন।
জাকসু পুনঃচালুর দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে সেই দাবির আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হলো।
নির্বাচনের ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, এই নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও নেতৃত্বের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে। দীর্ঘ রাজনৈতিক শূন্যতার অবসান ঘটিয়ে ছাত্রসংসদের কার্যকারিতা ফিরে পেলে প্রশাসনিক স্বচ্ছতাও বাড়বে বলে মনে করছেন তারা।
এসএফ