
ছবি: প্রতীকী
কাশ্মীরের সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তান চলমান উত্তেজনা যখন তুঙ্গে, তখন ভারতের সেনাবাহিনী অভিযোগ করেছে যে পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে গুলি চালিয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এ ঘটনায় পাল্টা জবাব দেওয়ার দাবি জানায় ভারত।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পার্ক ওয়াল সেক্টরে গুলি চালানো হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই ঘটনার একদিন পর, নিয়ন্ত্রণ রেখার আরও কয়েকটি সেক্টরে পাকিস্তানি সেনারা হালকা অস্ত্র ব্যবহার করে গুলি চালায়।
কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় শুরু হয়। ভারতের দাবি, পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বা গ্রুপ এই হামলায় জড়িত। এই পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করেছেন এবং উত্তেজনা প্রশমিত করার জন্য মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন।
এদিকে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল (৩০ এপ্রিল) রাতের এক বৈঠকে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সশস্ত্র বাহিনীর সক্ষমতা নিয়ে আলোচনা করেছেন। তিনি জানান, সীমান্তে ভারতের প্রতিক্রিয়া নিয়ে সেনাবাহিনীর কাছে পূর্ণ স্বাধীনতা রয়েছে।
অন্যদিকে, পাকিস্তান দাবি করেছে যে তারা ভারতীয় একটি কোয়াডকপ্টার শ্রেণির ড্রোন ভূপাতিত করেছে, যা পাকিস্তান আকাশসীমা লঙ্ঘন করে প্রবেশ করেছিল।
এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে, ভারতের কাশ্মীরে ৮৭টি পর্যটন কেন্দ্রের মধ্যে ৪৮টি বন্ধ করার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন, আর বাকিগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=VnlptkNGpJQ
রাকিব