
ছবিঃ সংগৃহীত
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগাম এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত সরকার একাধিক ডিজিটাল পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে জনপ্রিয় পাকিস্তানি সেলিব্রিটিদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতীয় দর্শকদের জন্য নিষিদ্ধ করা। মাহিরা খান, হানিয়া আমির, সাজল আলী এবং গায়ক আলি জাফরসহ একাধিক তারকার ইনস্টাগ্রাম প্রোফাইলে এখন Account not available in India বার্তা দেখা যাচ্ছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার জানায়, এই প্ল্যাটফর্মগুলোতে উসকানিমূলক, সাম্প্রদায়িক স্পর্শকাতর, বিভ্রান্তিকর এবং ভারতের নিরাপত্তা বাহিনী বিরোধী তথ্য ছড়ানো হচ্ছিল। এর ফলে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কথা মাথায় রেখে এসব অ্যাকাউন্ট ব্লক করা হয়।
এছাড়াও ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল, যেমন Geo News, Dawn News, ARY News ইত্যাদিও ব্লক করা হয়েছে। HUM TV, ARY Digital ও Geo Entertainment–এর সোশ্যাল মিডিয়া পেজগুলোও ভারতীয়দের জন্য নিষিদ্ধ হয়েছে। পাকিস্তানি সিরিয়াল যেমন হামসফর, মেরে হামসফর ও জিন্দেগি গুলজার হ্যায়–এর ভক্তরা এখন আর এগুলোতে প্রবেশ করতে পারছেন না।
পাহেলগাম হামলার পর ভারত আরও কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। ইনডাস পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আটারি সীমান্ত বন্ধ করা হয়েছে। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে। এছাড়াও আবির গুলাল নামক বলিউড ছবির ভারতে মুক্তিও বাতিল করা হয়েছে, যেখানে অভিনয় করছিলেন ফাওয়াদ খান।
এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের জন্য আকাশসীমা বন্ধ করেছে। তৃতীয় দেশের মাধ্যমে চলা পরোক্ষ বাণিজ্যও বন্ধ করেছে। ভারতের পানির প্রবাহ নিয়ন্ত্রণের হুমকিকে যুদ্ধের ঘোষণা হিসেবে চিহ্নিত করেছে।
বলা যায়, পাহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে ফের চরম উত্তেজনা দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে পাকিস্তানি তারকাদের উপর নিষেধাজ্ঞা এই উত্তেজনারই ডিজিটাল প্রতিফলন। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করলেও, এর ফলে বহু ভারতীয় দর্শক তাদের পছন্দের বিনোদন ও তারকাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
সুত্রঃ দ্য ইকোনোমিক টাইমস
আরশি