ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাউফল গড়তে শ্রমিকদের ভূমিকা রাখতে হবে :ড. মাসুদ

এনামুল হক এনা, উপকূলীয় প্রতিনিধি, বরিশাল :

প্রকাশিত: ১৩:২৭, ১ মে ২০২৫; আপডেট: ১৩:২৭, ১ মে ২০২৫

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাউফল গড়তে শ্রমিকদের ভূমিকা রাখতে হবে :ড. মাসুদ

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সন্ত্রাস, দখলদার ও চাঁদাবাজমুক্ত বাউফল গঠনে শ্রমিকদের বিশেষ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

আজ ১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা শাখা আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাউফল সরকারি কলেজ মাঠ থেকে র‌্যালিটি সকাল ১০টায় শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এ সময় তিনি বলেন, সারাদেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাইয়েরা শ্রমিক দিবস পালন করছেন। তারই অংশ হিসেবে আমার বাউফলের এই সংগঠনটির ভাইয়েরাও এই কর্মসূচির ডাক দিয়েছেন। আজকে এখানে হাজার হাজার শ্রমিকভাই বন্ধুদের উপস্থিত হওয়ায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, আমাদের পরিশ্রম করার সুযোগ দিয়েছেন মহান আল্লাহ। আমরা শিশুকালে আর বার্ধক্যকালে পরিশ্রম করতে পারি না। আমাদের তারুণ্য, শৈশব ও যৌবনে পরিশ্রম করার সামর্থ্য দিয়েছেন আল্লাহ।

আমরা এই শ্রমিক দিবসে এই অঙ্গীকার করব যে,প্রথমত, একজন শ্রমিক হিসেবে আমি প্রথমে আল্লাহর হক আদায়ের জন্য, আমাকে আল্লাহ যে শ্রম করার সামর্থ্য দিয়েছেন তা পালন করবো। এতে দুনিয়ার সব হক আল্লাহ প্রতিষ্ঠা করে দেবেন, ইনশাল্লাহ। দ্বিতীয়ত, আমরা ছাত্রজনতা-শ্রমিকদের অবদানের কারণে আজ আমরা এই কর্মসূচি দিতে পেরেছি। জুলাই আন্দোলনে ছাত্রজনতা যেমন রাজপথে ছিল, তেমনি আমার শ্রমিক ভাইবোনরাও ছিল। আল্লাহ আমাদের শহিদ শ্রমিকদের কবুল করুন।

ড. মাসুদ বলেন, বাউফলের ৭ জন শহিদের মধ্যে তিনজনই শ্রমিক ছিলেন। আজ এই শ্রমিক দিবসে আমাদের সেই তিনজন শহিদ হওয়া শ্রমিক ভাইদের স্মরণ করছি, যাদের কারণে আল্লাহর মেহেরবানিতে আজকে উন্মুক্ত পরিবেশে আমরা স্বস্তি ও নিরাপত্তার সাথে প্রোগ্রাম করতে সুযোগ পেয়েছি।

জুলাই আন্দোলনে যেমন আমরা ছাত্রজনতা ও শ্রমিক ভাইয়েরা রাজপথে থেকে ফ্যাসিবাদ লড়িয়েছি, ঠিক তেমন করে শ্রমিক ভাইদের সাথে নিয়ে আমরা বাউফলের চাঁদাবাজ, সন্ত্রাসবাদ ও দখলবাজদের প্রতিরোধ করব। আগামীর বাউফল প্রতিষ্ঠায় শ্রমিকদের অনেক ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন ছাত্রশিবিরের দুই দফা কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করা এই জনপ্রিয় নেতা।

বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান বলেন, জাতীয়ভাবে যে শ্রমিকদের নীতিমালা আছে, সেটি আমাদের প্রিয় বাউফলে কার্যকর নেই। আমরা নতুন বাংলাদেশে ২০২৫ সালে যে শ্রম আইন ঠিক করা হয়েছে ‘শ্রমিক মালিক এক হয়ে নতুন করে গড়বো দেশটাকে’-এই স্লোগানকে কার্যকর করার জন্য আমরা বর্তমান ইন্টেরিম সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই। যে শ্রম নীতিমালা আছে সেটি বাউফলে ১০০ ভাগ কার্যকর করতে হবে। শ্রমিকদের যেখানে সেখানে নির্যাতন বন্ধ করতে হবে। কথায় কথায় শ্রমিকদের লাঞ্ছিত করা বন্ধ করতে হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে বিলম্ব করা যাবে না।

বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান আরো বলেন, বাউফলে সাড়ে লাখ মানুষের বাসস্থান। আমরা এখানকার মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমাদের বগা থেকে শুরু করে কালাইয়া, লোহালিয়া থেকে ধুলিয়া-এই পুরো বাউফলে শ্রমিকবান্ধব যে জায়গাগুলো আছে, সেখানে কোথাও কোথাও শুনতে হয়, আমার শ্রমিক ভাইদের চাঁদাবাজদের মুখে পড়তে হচ্ছে। আমরা প্রশাসনকে অবহিত করতে চাই, বাউফলের শ্রমিকদের হয়রানি করা হয় এমন কোনো ঘটনা বাউফলবাসী দেখতে চায় না।

ড. মাসুদ বলেন, আমি এখনো শুনি,আমার বগা লঞ্চঘাটে, কালাইয়ায় শ্রমিকদের উপর নির্যাতন করা হয়। শ্রমিকদের সম্মান প্রতিষ্ঠা করা হয়নি। ধুলিয়া ও নুরাইনপুর লঞ্চঘাটের সম্মানিত শ্রমিক ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের বাউফল পৌরসভা বাজারসহ যেখানে যেখানে আমার শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছেন, এই শ্রমিকদের পেছনে ফেলে বাউফল এগিয়ে যেতে পারে না।

তিনি আরো বলেন, আজ ঘোষণা দিয়ে যেতে চাই,শ্রমিকদের সাথে নয়, শ্রমিকদের নেতৃত্বে আমরা বাউফল এগিয়ে নিয়ে যাবো, ইনশাল্লাহ। আমি আপনাদের দুটো অনুরোধ করতে চাই। প্রথমত,শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের আইন আগে প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয়ত,ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং একটি সুষ্ঠু ও আদর্শ বাউফল গড়ার জন্য আপনাদের সবার প্রস্তুত থাকতে হবে, ঠিক যেভাবে আপনারা এই দেশের মাটি থেকে ফ্যাসিবাদ তাড়িয়েছিলেন।

উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাউফল উপজেলা শাখার সভাপতি মো. রেদোয়ান উল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মাদ ইসাহাক মিয়া, মাওলানা মো. রফিকুল ইসলামসহ অন্যরা।

আফরোজা

আরো পড়ুন  

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার