ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আমরা শ্রমিক মালিক এক হয়ে নতুন করে গড়বো এ দেশটাকে: ড. শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৬:৩৫, ১ মে ২০২৫; আপডেট: ১৬:৩৬, ১ মে ২০২৫

আমরা শ্রমিক মালিক এক হয়ে নতুন করে গড়বো এ দেশটাকে: ড. শফিকুল ইসলাম মাসুদ

ছবি: জনকণ্ঠ

“১৭ বছর পর আমরা শ্রমিক দিবস পালনের সুযোগ পেয়েছি। জুলাই-আগস্ট আন্দোলনে যেমন তরুণরা ছিল, আলেমরা ছিল, রাজনৈতিক নেতা ছিল, শিক্ষক ছিল, তেমনি শ্রমিকরাও ছিল। যারা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে তার মধ্যে আমাদের বাউফলে ৬ জন আছে। তাদের মধ্যে তিনজন ছিলেন শ্রমিক। বিশেষ করে এই শ্রমিক দিবসে আমরা ওই তিনজন শ্রমিকের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের শহীদের মর্যাদা দান করুন।” পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাউফল উপজেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন, বাংলাদেশ জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ ।

তিনি আরও বলেন, ২০২৫ সালে জাতীয় ভাবে স্লোগান ঠিক করা হয়েছে, “আমরা শ্রমিক মালিক এক হয়ে নতুন করে গড়বো এ দেশটাকে।” আমরা আগামী দিনেও চাঁদাবাজ দখলদারদের প্রতিহত করবো। যেমনি এক হয়ে ফ্যাসিবাদ সরকারের পতন করেছি। তেমনি আমরা ছাত্র-শ্রমিক ও জনতা এক হয়ে চাঁদাবাজ ও দখলদারদের প্রতিহত করা হবে। কথায় কথায় শ্রমিক নির্যাতন চলবেনা। শ্রমিকদের নির্যাতন বন্ধ করতে হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে বিলম্ব করা যাবেনা। 

বাউফলের বিভিন্ন হাটে বাজারে ও বন্দরে শ্রমিকদের চাঁদাবাজদের শিকার হতে হচ্ছে। শ্রমিকদের হয়রানি বাউফলে চলতে দেয়া হবেনা। বাউফলের বগা, কালাইয়া, ধুলিয়া, নুরাইনপুর লঞ্চঘাটে শ্রমিকদের নির্যাতন করা হচ্ছে। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এভাবে চলতে থাকলে আমরা শ্রমিকদের সাথে নিয়ে আন্দোলন করবো। 

জামায়াতের এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর। বিভিন্ন রাজনৈতিক দলের দফায় দফায় আমরা রফা হয়ে গেছি। কোরআন হাদিসের আলোকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা শ্রমিকদের আহবান জানাতে চাই ইউ আর জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য জীবনবাজি রেখে দখলবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো।

তিনি উপস্থিত শ্রমিক ও জনতার উদ্দেশ্যে বলেন, “মহান আল্লাহ আমাদের মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। যা আল্লাহর প্রদত্ত নেয়ামত। আর এই নেয়ামতের জন্য কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাবাদিহিতা করতে হবে। আমরা ছোট ছিলাম, সেখান থেকে আমাদের আল্লাহ বড় করেছেন। শিশু বয়সে যে রকম শ্রম দেয়া যায়না তেমনি বৃদ্ধ বয়সেও শ্রম দেয়া যায়না। শ্রম দেয়ার উপযুক্ত সময় হচ্ছে তারণ্যকালে। 

ভাইয়েরা কেউ আমার মত পৃথিবীতে মানুষ হিসাবে জন্ম নিয়েছেন। পঙ্গু হিসাবে জন্ম নিয়েছেন। আবার কারো হাত আছে পা, চোখ আছে, কান আছে, নাক আছে, ঠোঁট আছে, মুখ আছে কিন্তু কাজ করতে পারেনা, বিছানায় পড়ে আছে। আপনার মত তারণ্যে, যৌবনে ভরপুর মানুষ তিনি হাসপাতালে পড়ে আছে। তাকে পরিচালনার জন্য অন্যদের সহযোগিতা লাগে। আমরা শ্রমিক হিসাবে এই শ্রম প্রথম বিনিয়োগ করবো আল্লাহর জন্য। শ্রমিক ভাই ও বন্ধুগণ, আজ যদি এই শ্রমিক দিবসে  দিবসে আমরা অঙ্গিকার করতে পারি একজন শ্রমিক হিসাবে আমি প্রথম আল্লাহর হক আদায় করবো, তাহলে দুনিয়ায় শ্রমিক হিসাবে দুনিয়ার সমস্ত হক আল্লাহতালা প্রতিষ্ঠা করে দিবেন।


মাস্টার মোঃ রেদাওয়ান উল্লাহর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক মিয়া, সাবেক আমির রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মোঃ মশিউর রহমান ।

সমাবেশের আগে সকাল ৯টায় বাউফল উপজেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। বাউফল সরকারি কলেজের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে কয়েক হাজার শ্রমিক ও জনতা উপস্থিত ছিলেন।

আবীর

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার