
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ০৬ নং ফরিদপুর ইউনিয়নের ভোজমহল গ্রামের কালিয়ার বাজার গাজীতলায় এক তরুণীকে ধর্ষণ চেষ্টা ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করায় বুধবার (৩০ এপ্রিল) রাতে মো: নাঈম মোল্লা নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ নাঈম মোল্লা ভোজমহল গ্রামের লালচান মোল্লা ছেলে।
গ্রেফতারকৃত মো: নাঈম মোল্লাকে আজ বৃহস্পতিবার (১ মে) সকালে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল বাকেরগঞ্জ ০৬ নং ফরিদপুর ইউনিয়নের ভোজমহল গ্রামের কালিয়ার বাজার গাজীতলা (রেসি) ছদ্মনামের এক গৃহবধূ তার নানা বাড়িতে বেড়াতে যায়। ওই গৃহবধূর ছোট ভাই ইমন নানা বাড়িতে থেকে লেখাপড়া করে। ছোট ভাইয়ের এসএসসি পরীক্ষা চলমান থাকায় ওই নারী তার ছোট ভাইকে দেখতে নানা বাড়িতে আসেন।
ওই নারী রাতে নানার ঘর হতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পিছনে গেলে পূর্ব হইতে পরিকল্পিতভাবে ওৎ পেতে প্রতিবেশী নাঈম মোল্লা (৩০) তার মুখ চেপে পাশের বাগানে নিয়ে জোর করে ধর্ষণ করার চেস্টা করে তখন ওই নারীর খালু সোহাগ মোল্লা (৩২) নাঈম মোল্লা বন্ধু মোবাইলে ভিডিও ধারণ করে। ওই নারী তখন চিৎকার দিলে তাদের মোবাইলে ধারণ করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে পালিয়ে যায়।
পরবর্তীতে ২৬ এপ্রিল তাদের মোবাইলে করা ভিডিও ওই নারীর ব্যবহৃত মোবাইলের ইমোতে পাঠিয়ে তাকে ব্ল্যাকমেইল করে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য হুমকি প্রদান করে। ওই ঘটনায় গত ২৭ এপ্রিল ভুক্তভোগী নারী বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি নাঈম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: সফিকুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টা ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ঘটনায় নাঈম মোল্লা ও সোহাগ হাওলাদার দুইজনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানা একটি মামলা হয়েছে। এক নম্বর আসামি নাঈম মোল্লাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। সোহাগ হাওলাদারকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
রিফাত