
ছবি: সংগৃহীত
দেশের খ্যাতিমান গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা নিয়ে তার স্পষ্ট মতামত প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “বুয়েটে বানানো কোনো ব্যাটারি চালিত রিকশা ঢাকায় দরকার নাই। লাইসেন্স দেওয়ারও দরকার নাই। নতুন আপদের আমদানি।”
তিনি আরও উল্লেখ করেন, “ঢাকায় এবং দেশের কোনো হাইওয়েতে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না—এমন আইন হোক মানুষের সুরক্ষায়।”
প্রিন্স মাহমুদের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ তার বক্তব্যকে সময়োপযোগী বলে সমর্থন করছেন, আবার কেউ এটিকে প্রযুক্তিগত অগ্রগতির পথে বাঁধা হিসেবে দেখছেন।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) একটি ব্যাটারিচালিত রিকশার মডেল উন্মোচন করেছে, যা পরিবেশবান্ধব এবং আধুনিক শহুরে যাতায়াত ব্যবস্থায় একটি সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে এই প্রযুক্তি বাস্তবায়নে নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নীতিমালার বিষয়গুলো নিয়ে এখনই আলোচনা শুরু হয়েছে, যেখানে প্রিন্স মাহমুদের মতো সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মতামত প্রাসঙ্গিক হয়ে উঠছে।
আসিফ