
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের তুরাগ নদীর তীরে বজ্রাঘাতে স্হানীয় আইইউভিটি ভার্সিটির এক ছাত্র নিহত হয়েছেন। তার নাম রাকিবুল হাসান খান রাফি (২৩)। সে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বয়রা নিয়ামতপুর গ্রামের রফিকুল ইসলাম খানের ছেলে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার দুপুরে ভার্সিটি সংলগ্ন টঙ্গী-উত্তরা সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ জনকণ্ঠকে জানান, বৃহস্পতিবার ছুটির দিন থাকায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে ইজতেমা ময়দানে যান রাফি। বৈরী আবহাওয়ায় খেলা শেষে ফেরার পথে তুরাগ নদীর তীরে পৌঁছালে হঠাৎ করে বজ্রাঘাতে মাটিতে লুটিয়ে পড়ে রাফি।
বন্ধুরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান জনকণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজু