
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া এলাকায় এক মৎস্যচাষির পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৫০ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত চাষির নাম মো: সোলেমান মন্ডল। তার বাড়ী পাংশা পৌরসভার কুলটিয়া গ্রামে। তিনি জানিয়েছেন, এতে তার প্রায় ৫ থেকে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
সোলেমান মন্ডল জানান, সরিষার বাদশা শেখের কাছ থেকে দুইটি পুকুর এক বছরের জন্য ২ লাখ টাকায় লিজ নিয়ে ৫ মাস আগে ২৭ মণ মাছ ছাড়েন। শুরু থেকেই স্থানীয় একটি রাজনৈতিক মহল তার মাছ চাষে বাধা দিয়ে আসছিল বলে অভিযোগ করেন তিনি।বুধবার (৩০ এপ্রিল) দিনগত রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধন করে। বৃহষ্পতিবার সকালে ঘটনাস্থলে এসে তিনি দেখেন সব মাছ মরে ভেসে উঠেছে।
সোলেমান মন্ডল বলেন, “এক সময় ৩০টি পুকুরে মৎস্যচাষ করতাম। মামলা-হামলার শিকার হয়ে সব বন্ধ করে দিই। এখন নতুন করে আবার শুরু করেছিলাম। এক রাতেই সব শেষ। আমি থানায় অভিযোগ করবো এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ বিষয়ে অপর মৎস্যচাষি মো: খাইরুল ইসলাম বলেন, “যারা মাছের সাথে এমন শত্রুতা করে, তারা জানোয়ারের চেয়েও খারাপ। অপরাধীদের শাস্তি হওয়া উচিত।”
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজু