
ছবি: জনকণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারাপুরের তেজখালি ইউনিয়নের জয়নগর গ্রামে ৬ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তামিম (২২) কে অবশেষে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ পুলিশের সহায়তায় জিঞ্জিরার একটি পরিত্যক্ত ভবন থেকে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই ফারুক ও এসআই সাদেকসহ একটি বিশেষ দল ধর্ষণের ১৬দিন পর গ্রেপ্তার করে সরাসরি ব্রাহ্মণবাড়িয়া আদালতে নিয়ে যায়।
এদিকে নির্যাতনের শিকার শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন। তার অবস্থা এখনো আশংকাজনক।
গত ১৬ এপ্রিল লোক মারফত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ষণের স্বীকার শিশুটির খোঁজ খবর নেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, "অভিযুক্ত তামিম অনেক ধুরন্ধর। সে বারবার লোকেশন পরিবর্তন করায় আমাদের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে অবশেষে ঢাকার কেরানীগঞ্জ থেকে আজ রাতে আটক করে সকালে আদালতে প্রেরণ করি।"
এর আগে, গত ১৪ এপ্রিল মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির পাশে খেলার সময় আমাদের প্রতিবেশী কুদ্দুস মিয়ার ছেলে কোরআনে হাফেজ মো.তামিম তার পালিত পোষা বিড়াল দেখানোর কথা বলে কৌশলে ডেকে তার বাড়ির ছাদের উপর নিয়ে যায়। সেখানে ৬ বছর বয়সী মেয়েটিকে ধর্ষণ করে পাশবিক নির্যাতন চালায় তামিম। এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পরে, সারা উপজেলায় ধর্ষকের গ্রেপ্তারের দাবীতে ফুঁসে উঠে। একের পর এক বিক্ষোভ, মানববন্ধন করতে থাকে এলাকাবাসী।
আবীর