
বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে ২৪-২৫তম সেলাই প্রশিক্ষণ অনুষ্ঠানে লটারির মাধ্যমে ১০ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ মে) বিকেলে আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেলাই মেশিন প্রদান করেন।
বাউফল উন্নয়ন ফোরামের মাধ্যমে এ পর্যন্ত উপজেলার সকল ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে ১ হাজার প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়।
সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. মোজাহেদুল ইসলাম।
সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিফাত