
ছবি: জনকণ্ঠ
মে দিবস উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মহান মে দিবস উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশ ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টায় র্যালিটি বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড মহাসড়ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আলামিন মসজিদের সামনে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলার ইসলামী শ্রমীক আন্দোলনের সভাপতি মো: ইলিয়াস হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন খান, ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সবুর, ইসলামি আন্দলন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জাহাঙ্গীর।
আলোচনা সভায় বক্তব্যে ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সবুর বলেন, আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসেছে তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কৃষক শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাই ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
আবীর