ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে মিলবে শ্রমিকদের ন্যায্য অধিকার

জামাল বাদশা, লালমনিরহাট

প্রকাশিত: ২০:১২, ১ মে ২০২৫

ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে মিলবে শ্রমিকদের ন্যায্য অধিকার

ছবি: জনকণ্ঠ

"শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি অনির্বায্য", "শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে " এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে আন্তর্জাতিক শ্রমিক দিবসে উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে আজ (১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকায় এমটি হোসেন ইন্সটিটিউট থেকে শুরু হয়ে শহরের র‍্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় এমটি হোসেন ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি রেনায়েল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও শ্রমিক কল্যাণ লালমনিরহাটের উপদেষ্টা অ্যাডঃ আবু তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় সভায় আলোচক হিসেবে শ্রমিক সংগঠনটির লালমনিরহাটের উপদেষ্টা আব্দুল বাতেন, বিশেষ অতিথি হিসেবে শ্রমিক সংগঠনটির উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, হাফেজ শাহ-আলম, হারুন অর রশীদ, জয়নাল আবেদীন প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বিগত সরকারের সময়ে শ্রমিকরা ন্যায্য অধিকার বঞ্চিতের তথ্য এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। বক্তরা বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা পাওয়ার বিষয়ে ইসলামী শ্রমনীতী বাস্তবতায়নের বিকল্প নেই। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে মিলবে শ্রমিকদের ন্যায্য অধিকার বলে উল্লেখ করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলাসহ কয়েকটি ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ২ হাজারের অধিক সাধারণ শ্রমিক ও শ্রমিককল্যাণ ফেডারেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

শহীদ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার