ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শ্রমিক মালিক এক হয়ে দেশ গড়তে হবে

আশরাফ উদ্দিন, সীতাকুণ্ড, চট্রগ্রাম

প্রকাশিত: ২০:১৬, ১ মে ২০২৫; আপডেট: ২০:১৭, ১ মে ২০২৫

শ্রমিক মালিক এক হয়ে দেশ গড়তে হবে

ছবি: জনকণ্ঠ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল বেলা এগারোটায় পৌরসদরে সীতাকুণ্ড উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে র‌্যালিটি বের হয়। এসময় র্যালিটি পৌরসভার উত্তর বাজার থেকে শুরু হয়ে দক্ষিণ বাজারে শেষ হয়। পরে পৌরসভার সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সীতাকুণ্ড উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল বশরের সভাপতিত্বে ও সীতাকুণ্ড উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: মহিউদ্দীন এবং পৌরশ্রমিক দলের সভাপতি গোলাম সাদেকের যৌথ সঞ্চালনায় র‍্যালি ও সমাবেশ বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মো: সালাহউদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহরুল আলম জহুর, উপজেলা বিএনপির আহবায়ক ড. কলম কদর, সদস্য সচিব কাজী মো: মহিউদ্দীন, পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহম্মদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মুজাহের উদ্দীন আশরাফ, পৌর বিএনপির সদস্য মোহাম্মদ আলী, সীতাকুণ্ড উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হক, প্রগতি ইন্ডাস্ট্রিজ সিবিএ নেতা নাছির উদ্দীন, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো: আলাউদ্দীন , পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সরোয়ার হোসেন লাভলু, সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আলনোমান, থানা বিএনপির সদস্য এম শামছুদ্দোহা, ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক সরোয়ার কামাল, ৯ নম্বর ভাটিয়ারি ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল আনোয়ার, ৭ নম্বর কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: ইদ্রিস মিয়া মনির।

এতে আরও উপস্থিত ছিলেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সেলিম কমিশনার ও বর্তমান সভাপতি সেলিম কাউন্সিলর, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দিক বাল্লা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: সাইফুল ও সাধার সম্পাদক নূর মোস্তফা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর ইমরান, সাধারণ সম্পাদক মো: শামসু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান শামিম ও সম্পাদক মো: আলাউদ্দীন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: সাজ্জাদ হোসেন, রফিক, সম্পাদক নাজমুল হুদা সোহাগ ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন, রিক্সা শ্রমিক দল নেতা জাহাঙ্গীর, সিএনজি শ্রমিকদল নেতা মো: মাহবুব, কার-মাইক্রো শ্রমিক দলের সদস্য বোরহানসহ সাধারণ শ্রমিক-কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল বশর বলেন শ্রমিক মালিক এক হয়ে নতুন করে এই দেশ গড়ব।আমরা সব সময় শ্রমিকের পাশে আছি।শ্রমিকের উপর জুলুম অত্যাচার কোন ভাবে মেনে নিব না।

শহীদ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার