
সমাজের প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বেদেপল্লী পরিদর্শন করেন মানবাধিকারকর্মী এবং শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে তিনি সরাসরি ওই পল্লীতে যান। বেদে পল্লীর সরদার সাইফুল ইসলাম বাঘা সরদার, মাসুদ রানাসহ বেদে পল্লীর নারী ও শিশুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলেন। তাদের জীবনের কঠিন বাস্তবতা, দুঃখ-বেদনার গল্প মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে তাদের কল্যাণে কাজ করার আশ্বাস দেন।
বেদে পল্লীর বাসিন্দারা জানান, এর আগে কখনো কোনো মানবাধিকারকর্মী সমাজের উচ্চ পর্যায়ের কেউ তাদের এলাকায় এসে সরাসরি খোঁজখবর নেননি। রাজিয়া সামাদ ডালিয়ার উপস্থিতি ও আন্তরিকতা তাদের হৃদয় ছুঁয়ে গেছে। অনেকেই আবেগে কেঁদে ফেলেন।
রাজিয়া সামাদ ডালিয়া বলেন, ‘বেদে জনগোষ্ঠী আমাদের সমাজের এক নিঃস্ব ও উপেক্ষিত অংশ। রাষ্ট্রীয় বা সামাজিকভাবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি এখানে শুধু সহমর্মিতা জানাতে আসিনি, বরং তাদের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করতে চাই।’
তিনি আরও জানান, খুব শিগগিরই চক্ষু শিবিরসহ এই পল্লীর নারীদের জন্য শাড়ি এবং পুরুষদের জন্য লুঙ্গি বিতরণ করা হবে। প্রয়োজন অনুসারে শিশুদের জন্য শিক্ষা ও পুষ্টি সহায়তার বিষয়েও পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন, শেরপুর জন উদ্যোগের আহ্বায়ক মো, আবুল কালাম আজাদ, ব্যবসায়ী আসাদুল্লাহ স্বপন,ব্যাবসায়ী মো, ফারুক আহমেদ, মো মশিউর রহমান মুক্তা, কবি ও সাংবাদিক সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ।
রাজু