ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঝিনাইগাতীর বেদেপল্লী পরিদর্শনে মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়া

আরএম সেলিম শাহী, ঝিনাইগাতী, শেরপুর

প্রকাশিত: ২০:০৬, ১ মে ২০২৫; আপডেট: ২০:১৭, ১ মে ২০২৫

ঝিনাইগাতীর বেদেপল্লী পরিদর্শনে মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়া

সমাজের প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বেদেপল্লী পরিদর্শন করেন মানবাধিকারকর্মী এবং শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে তিনি সরাসরি ওই পল্লীতে যান। বেদে পল্লীর সরদার সাইফুল ইসলাম বাঘা সরদার, মাসুদ রানাসহ বেদে পল্লীর নারী ও শিশুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলেন। তাদের জীবনের কঠিন বাস্তবতা, দুঃখ-বেদনার গল্প মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে তাদের কল্যাণে কাজ করার আশ্বাস দেন।

বেদে পল্লীর বাসিন্দারা জানান, এর আগে কখনো কোনো মানবাধিকারকর্মী সমাজের উচ্চ পর্যায়ের কেউ তাদের এলাকায় এসে সরাসরি খোঁজখবর নেননি। রাজিয়া সামাদ ডালিয়ার উপস্থিতি ও আন্তরিকতা তাদের হৃদয় ছুঁয়ে গেছে। অনেকেই আবেগে কেঁদে ফেলেন।

রাজিয়া সামাদ ডালিয়া বলেন, ‘বেদে জনগোষ্ঠী আমাদের সমাজের এক নিঃস্ব ও উপেক্ষিত অংশ। রাষ্ট্রীয় বা সামাজিকভাবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি এখানে শুধু সহমর্মিতা জানাতে আসিনি, বরং তাদের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করতে চাই।’

তিনি আরও জানান, খুব শিগগিরই চক্ষু শিবিরসহ এই পল্লীর নারীদের জন্য শাড়ি এবং পুরুষদের জন্য লুঙ্গি বিতরণ করা হবে। প্রয়োজন অনুসারে শিশুদের জন্য শিক্ষা ও পুষ্টি সহায়তার বিষয়েও পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন, শেরপুর জন উদ্যোগের আহ্বায়ক মো, আবুল কালাম আজাদ, ব্যবসায়ী আসাদুল্লাহ স্বপন,ব্যাবসায়ী মো, ফারুক আহমেদ, মো মশিউর রহমান মুক্তা, কবি ও সাংবাদিক সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ। 

 

রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার