
এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৬ ও ২৭ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর পালন উপলক্ষে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস (বাফলা) আয়োজিত সমাপ্ত হলো ২দিনব্যাপী ১৮ তম ‘বাংলাদেশ ডে প্যারেড ২০২৫’ উৎসব।
এ উপলক্ষে বাফলার উদ্যোগে লস এঞ্জেলস ‘লিটল বাংলাদেশ’ এলাকা সড়কে গেলো ২৭শে এপ্রিল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন প্রবাসী বাংলাদেশি সংগঠনের সদস্যরা বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে থার্ড স্ট্রীটের ওপর সড়কে, এক বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন। প্রায় দু’ঘন্টা লস এন্জেলেস শহরের যানচলাচলের অত্যন্ত ব্যস্ততম সড়ক ‘থার্ড স্ট্রিটের ওপর বেশ কয়েকটি সড়ক সংযোগগুলো লস এন্জেলেস সিটি হলের সরকারি নির্দেশনায় ‘বাংলাদেশ ডে প্যারেড ২০২৫’ উপলক্ষে সকল প্রকার যানচলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় ।
লস এন্জেলেশ শহরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা ‘লিটল বাংলাদেশ’ নামে পরিচিত থার্ড স্ট্রিট ও ভারমন্ট সডক সংলগ্ন রাস্তা থেকে দূপূরে শোভাযাত্রা শুরু হয় এবং সমাপ্ত হয় ‘ভার্জিল মিডল হাইস্কুল’র মাঠে। শহীদ মিনারের প্রতিকৃতি, হাতে তৈরী বিরাটাকায় রয়েল বেঙ্গল টাইগার, রিকশা ওপর যাত্রী নিয়ে সড়ক প্রদক্ষিণ ইত্যাদি প্রতিকৃতি রাস্তার দূধারে বিশেষ করে অনেক ভিনদেশীদের যথেষ্ট আগ্রহ ও কৌতূহলের সন্চার করে।
‘বাংলাদেশ ডে প্যারেড’র আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়, বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। বাফলা সংগঠনের বর্তমান সভানেত্রী রৌশনী আলম এবং সংগঠনের নতুন কার্যকরী পরিষদের সদস্যরাও উদ্ভাবনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর শেখ রহমান।
শোভাযাত্রায় অংশ নেন, বাফলা’র প্রতিষ্ঠাতা সদস্য কর্মকর্তা, লস এন্জেলেস আঈন শৃংখলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কন্ঠ তারকা ও বিশিষ্ট অথিতিবৃন্দ। আকাশে রঙিন বেলুন উড়িযে দিয়ে শোভাযাত্রার শুভ-সূচনা করা হয়। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অধ্যয়নরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল-কলেজের শিক্ষার্থী, লস এঞ্জেলস শহর সংলগ্ন বিভিন্ন এলাকার প্রবাসী বাংলাদেশি পরিবারের সদস্য এবং প্রায় ২৯টিরও অধিক স্থানীয় বিভিন্ন বাংলাদেশি সংগঠনগুলো এই প্যারেডে অংশ নেন।
লাল-সবুজের বিভিন্ন বর্ণিল পোষাকে সজ্জিত প্রবাসী বাংলাদেশি পরিবারের সদস্যরা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহনকারী গাড়িতে অথবা পায়ে হেঁটে শোভাযাত্রাকে আকর্ষণীয় করে তোলেন। রাস্তায় দূ’পাশে কৌতূহলি দর্শকরা হাত নেড়ে অংশগ্রহণকারী শোভাযাত্রীদের শুভেচ্ছা জানান। শোভাযাত্রায় উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিলো, বাংলাদেশের ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির আলোকে নির্মীত ৪টি দৃষ্টিনন্দন মোটর চালিত ভাসমান গাড়ি, লস এঞ্জেলস সড়কের উপর বাংলাদেশের বহুল প্রচলিত রিকশা বাহন।
অনুষ্ঠানের দু’দিনব্যপা আয়োজনে বিশেষ আকর্ষণ ছিলো, ভার্জিল মিডল হাই স্কুলের উন্মুক্ত চত্বরে বিভিন্ন পন্য সামগ্রীর প্রদর্শনী, বাংলাদশি মুখরোচক খাবার এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপচে পড়া পরিপূর্ণ দর্শক সমাগমে ভার্জিল মিডল হাই স্কুলের উন্মুক্ত চত্বর হয়ে ওঠে কর্মচঞ্চল। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রবাসী বাংলাদেশি সৌখিন শিল্পী এবং বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় সংগীত শিল্পীরা। প্রবাসী বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় গান, নৃত্য ও দলীয় সংগীত উপস্হিত দর্শকরা অধীর আগ্রহের সাথে অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানের সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের দ্বারা পরিবেশীত বিশেষ গানের অনুষ্ঠান। এদের মধ্যে ছিলেন: কন্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী, লাবণী রিজ, সেলিম চৌধুরী, অংকন ও সাধক শিল্পী শফি মন্ডলসহ অনেকে।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও মডেল অভিনেত্রী নোভা। "বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এন্জেলেস (বাফলা) আয়োজিত বাংলাদেশ ডে প্যারেড উপলক্ষে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে সম্মাননা পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস (বাফলা)’র ২০২৪-২০২৬ নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন: রৌশনী আলম (সভানেত্রী), মোহাম্মদ আসান (সহ-সভাপতি), আন্জুমান আরা (সাধারণ সম্পাদিকা), মোহাম্মদ আশরাফ হোসেন (অর্থ সম্পাদক), মোহাম্মদ রফিকুল হক (সাংগঠনিক সম্পাদক), মিজানূর কবির (জনসংযোগ কর্মকর্তা) ও সিদ্দিকুর রহমান (সাংস্কৃতিক সম্পাদক)।
রিফাত