
ছবি: সংগৃহীত
২২ এপ্রিল কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এই পরিস্থিতিতে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ এই ইস্যুকে “সবচেয়ে স্পর্শকাতর পারমাণবিক সংকট” আখ্যা দিয়ে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান আহ্বান জানিয়েছেন।
পেহেলগাম হামলার পেছনে সীমান্ত পেরিয়ে সংশ্লিষ্টতার ইঙ্গিত দিলেও ভারত এখনো কোনো প্রমাণ প্রকাশ করেনি। অন্যদিকে, পাকিস্তান হামলার অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এবং হুঁশিয়ার করে বলেছে, সিন্ধু পানি চুক্তি বাতিল বা পানি বন্ধ করার যেকোনো উদ্যোগ ‘যুদ্ধ ঘোষণার’ সামিল হবে।
দুই দেশের সীমান্তে সাত রাত ধরে গুলিবিনিময় চলছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এরইমধ্যে পাকিস্তান তাদের সামরিক মহড়া এবং যুদ্ধ প্রস্তুতির ভিডিও প্রকাশ করেছে, অন্যদিকে ভারত আরব সাগরে নৌ মহড়ার ঘোষণা দিয়েছে।
উত্তেজনার মধ্যে নিরাপত্তাজনিত আশঙ্কায় আজাদ কাশ্মীরের এক হাজারের বেশি মাদরাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, জনপ্রিয় পর্যটন এলাকা নীলম উপত্যকা থেকেও পর্যটকেরা দ্রুত সরে পড়ছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের নেতাদের সঙ্গে ফোনালাপে উত্তেজনা হ্রাসে সংলাপের উপর গুরুত্বারোপ করেন। জাতিসংঘ মহাসচিবও উত্তেজনা প্রশমনে তাদের সহযোগিতা দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চলমান এই সংকট দক্ষিণ এশিয়ার জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
: https://www.dawn.com/news/1907760/pakistans-envoy-calls-on-trump-to-ease-tensions-with-india-report
আবীর