
কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। পায়রা বন্দর নৌ-পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যার আগে লালুয়া ইউনিয়নের বুরুজালিয়া গ্রাম সংলগ্ন ওই নদীর তীর থেকে লাশটি উদ্ধার করে। ওই নারী ব্লাউজ পরিহিত ছিলো এবং তার শরীর অক্ষত অবস্থায় রয়েছে। জোয়ারের স্রোতে লাশটি ভেসে আসতে পারে বলে স্থানীয়দের ধারনা। স্থানীয়রা প্রথমে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওসার গাজী বলেন, ‘লাশটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেহেতু ওই নারীর শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তাই ওই নারীর কিভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
রাজু