ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শুনানিতে অনুপস্থিত অভিনেত্রী, গ্রেপ্তারি পরোয়ানার হুঁশিয়ারি আদালতের

প্রকাশিত: ১৬:১৬, ১ মে ২০২৫

শুনানিতে অনুপস্থিত অভিনেত্রী, গ্রেপ্তারি পরোয়ানার হুঁশিয়ারি আদালতের

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা এক দশক পুরোনো একটি মারধরের মামলায় আইনি ঝামেলায় পড়েছেন। আদালতের নির্দেশ অমান্য করে বারবার শুনানিতে অনুপস্থিত থাকায় মুম্বাইয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার তাকে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার সতর্কবার্তা দিয়েছেন।

২০১২ সালের ২২ ফেব্রুয়ারি, দক্ষিণ মুম্বাইয়ের এক পাঁচতারা রেস্তোরাঁয় ঘটে যাওয়া একটি ঘটনায় এই মামলা দায়ের হয়। সেদিন অভিনেতা সাইফ আলী খান তার স্ত্রী কারিনা কাপুর, বোন কারিশমা কাপুর, মালাইকা অরোরা, অমৃতা অরোরা এবং শাহিল লাদাখসহ বন্ধুবান্ধবদের নিয়ে ডিনারে যান।

সেখানেই দক্ষিণ আফ্রিকান ব্যবসায়ী ইকবাল শর্মার সঙ্গে কথাকাটাকাটি হয় সাইফের। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে ইকবাল শর্মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে সাইফ আলী খান, ব্যবসায়ী বিলাল আমরোহি এবং শাহিল লাদাখের বিরুদ্ধে মামলা হয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকায় মালাইকা অরোরাকে এই মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে হাজির হতে বলা হয়। কিন্তু আদালতের সমন উপেক্ষা করে তিনি ২৯ এপ্রিলের শুনানিতেও অনুপস্থিত ছিলেন।

চিফ ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, মালাইকা ইচ্ছাকৃতভাবেই আইনি প্রক্রিয়াকে এড়িয়ে যাচ্ছেন এবং আদালতের প্রতি অসহযোগিতা দেখাচ্ছেন। তাই তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি আগামী ৯ জুলাই অনুষ্ঠেয় পরবর্তী শুনানিতেও মালাইকা হাজির না হন, তাহলে তার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

ঘটনার পুনরুজ্জীবন ও আইনি চাপের মধ্যেও মালাইকা অরোরা এখনো কোনো মন্তব্য করেননি। তার পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ফারুক

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার