
ছবি: সংগৃহীত
বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপ্রা ভারতের প্রথম ওয়ার্ল্ড অডিও, ভিজ্যুয়াল এন্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়াভেস ২০২৫)-এ উচ্ছ্বাস প্রকাশ করে একে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই সম্মেলনে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, এই সম্মেলন ভারতের সৃজনশীল অর্থনীতিকে বিশ্ব দরবারে তুলে ধরার এক অনন্য সুযোগ।
বৃহস্পতিবার (১ মে) মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে চারদিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে । এটি যৌথভাবে আয়োজন করেছে ভারত সরকার এবং মহারাষ্ট্র সরকার। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্মেলনে প্রিয়াঙ্কা বলেন, “ওয়াভেস কেবল একটি সম্মেলন নয়, এটি একটি স্পষ্ট বার্তা যে, ভারতের সৃজনশীলতা এখন নেতৃত্বের জন্য প্রস্তুত।” তিনি বলেন, তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করার অন্যতম লক্ষ্য ছিল ভারতীয় প্রতিভা, সংস্কৃতি ও আকাঙ্ক্ষাকে বিশ্বের সামনে তুলে ধরা, এবং ওয়াভেস সম্মেলন সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করছে।
প্রিয়াঙ্কা আরও জানান, ওয়াভেস সম্মেলনে অংশ নিচ্ছেন ১০,০০০ প্রতিনিধি, ১,০০০ উদ্ভাবক, ৩০০ সংস্থা, ৩৫০ স্টার্টআপ এবং ৯০টিরও বেশি দেশের শিল্পনেতা। সম্মেলনে একত্রিত হচ্ছে ভারতীয় সিনেমা, গেমিং, প্রযুক্তি ও অন্যান্য সৃজনশীল ক্ষেত্র, যা দেশের বৈচিত্র্যপূর্ণ শিল্প জগৎকে এক ছাতার নিচে আনছে। সম্মেলনের প্রথম দিন আলোচনার বিষয় ছিল “লেজেন্ডস এন্ড লেগাসিএস: দি স্টোরিস দ্যাট স্যাইপট ইন্ডিয়াস সওউল” শীর্ষক প্যানেল। এতে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী, রজনিকান্ত, মোহনলাল ও চিরঞ্জীবী। আলোচনার সঞ্চালক ছিলেন অক্ষয় কুমার।
আরেকটি আলোচনায় অংশ নেন পরিচালক এস. এস. রাজামৌলি, অনিল কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল ও সংগীত পরিচালক এ. আর. রহমান, পরিচালনায় ছিলেন করণ জোহর। এছাড়াও, শাহরুখ খান ও করণ জোহরের মধ্যে একটি বিশেষ কথোপকথন হয় “দি জার্নি: ফরম আউটসাইডার টু রুলার” শিরোনামে। সম্মেলনে আলোচ্য বিষয়ের মধ্যে ছিল ডিজিটাল যুগে সম্প্রচার নিয়ন্ত্রণ, কপিরাইট আইন, কনটেন্ট নির্মাতাদের অধিকার, কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এবং সিনেমার ভবিষ্যৎ মুক্তির রূপ।
বর্তমানে মহেশ বাবুর সঙ্গে একটি নতুন ভারতীয় সিনেমার কাজ করছেন প্রিয়াঙ্কা। ওয়াভেস ২০২৫-এ তাঁর বার্তা দেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা জাগিয়েছে।
সূত্র: https://shorturl.at/tRiRq
মিরাজ খান