
ছবিঃ সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শৈশবের একটি মজার ও ব্যক্তিত্বঘন দিক তুলে ধরেছেন। তিনি বলেন, ‘আমি ছোটবেলায় একটু উপদেষ্টা টাইপের ছিলাম। সবাইকে উপদেশ দেওয়া, সমস্যার সমাধান বের করা—এসব করতে খুব পছন্দ করতাম।’
বাংলা টিভির এক টকশোতে এসে উপস্থাপকের প্রশের উত্তরে বুবলি স্মৃতিকাতর হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমি স্কুল- কলেজে গার্লস শিফটে ছিলাম। তাই ছোটবেলায় ছেলে বন্ধুর সাথে দুষ্টুমি করা হয়নি। তবে স্কুল- কলেজের গেটে ফুল হাতে অনেকেই এসে অপেক্ষা করত।
তাদের ডাকে কখনো সাড়া দিয়েছিলেন কীনাস জানতে চাইলে বুবলি বলেন, আমি নিজে তো সাড়া দেই-ই নি। এক্ষেত্রে বান্ধবীদেরও নিষেধ করতাম। এ কারণে অনেক বান্ধবী বুবলির উপর বেশ বিরক্ত হতেন বলেও জানান তিনি।
বুবলির এই ছোটবেলার উপদেষ্টা হয়ে ওঠার গল্প প্রমাণ করে যে, একটি ব্যক্তিত্বের শেকড় খুব ছোটবেলা থেকেই গড়ে ওঠে। অভিনয়ের বাইরে তার এই আন্তরিক ও সহানুভূতিশীল স্বভাব ভক্তদের আরও একধাপ কাছে টেনে নিয়েছে।
সূত্রঃ https://www.facebook.com/share/r/16FkuG66FT/
আরশি