
ছবিঃ সংগৃহীত
বলিউড অভিনেতা আর. মাধবন তার নতুন রোমান্টিক ছবি আপ জৈসা কোই–এর মাধ্যমে আবারও প্রেমের ঘরানায় ফিরছেন। তবে এই ফিরে আসার প্রেক্ষাপটে তিনি বলিউডে বয়স উপযোগী প্রেমের গল্পের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
দ্য হলিউড রিপোর্টার-এর সঙ্গে এক সাক্ষাৎকারে মাধবন বলেন, ‘বর্তমান হিন্দি সিনেমায় রোমান্টিক গল্পের স্থান কমে গেছে। প্রেমের গভীরতা ও সংবেদনশীলতা থাকা সত্ত্বেও, এই ধরনের সিনেমা এখন বিরল—থিয়েটার থেকে ওটিটি, কোথাওই তেমন দেখা যায় না।’ তিনি বলেন, ‘৫৫ বছর বয়সীদের জন্য বয়স উপযোগী নায়িকা কোথায়?
মাধবনের মতে, বয়স্ক প্রজন্মের প্রেম আরও বাস্তব ও গভীর হয়, কারণ তারা জীবনের নানা পর্যায় পেরিয়ে এসেছে। উদাহরণ হিসেবে তিনি ১৯৯৭ সালের As Good as It Gets সিনেমার কথা বলেন, যেখানে পরিণত বয়সের প্রেম চমৎকারভাবে তুলে ধরা হয়েছিল।
তিনি আরও বলেন, এই ঘরানায় বাজারের চাহিদা থাকলেও উপযুক্ত চিত্রনাট্যকারের অভাবে এমন গল্প তৈরি হচ্ছে না। “লেখক দরকার, যারা রোমান্সকে গভীরভাবে অনুভব করতে পারেন,”—এমন মন্তব্য করেন তিনি।
মাধবন শাহরুখ খানকে ‘রোমান্সের রাজা’ হিসেবে প্রশংসা করে বলেন, ‘কেউ প্রেম দেখাতে শাহরুখের মতো পারে না, তবে তার বয়সের উপযোগী নায়িকা পাওয়া এখন কঠিন।’ এতে বলিউডের বয়সভিত্তিক কাস্টিং বৈষম্যর বিষয়টিও উঠে আসে।
তার আসন্ন ছবি আপ জৈসা কোই, যেখানে তাঁর সহ-অভিনেত্রী ফাতিমা সানা শেখ, এটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে। ছবিতে তারা দুজনেই অধ্যাপকের চরিত্রে অভিনয় করছেন। বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও এই সিনেমা দিয়ে তারা বাস্তবসম্মত ও পরিণত প্রেমের গল্প তুলে ধরার চেষ্টা করছেন।
মাধবনের মতে, দর্শকের এক বড় অংশ এখনো গভীর সম্পর্ক ও আবেগপূর্ণ প্রেমের গল্প দেখতে আগ্রহী—শুধু প্রয়োজন উপযুক্ত লেখনী ও সদিচ্ছার।
সূত্রঃ দ্য ইকোনোমিক টাইমস
আরশি