
ছবি : সংগৃহীত
চলচ্চিত্রের পাশাপাশি ব্যবসা ও চিকিৎসা খাতেও নিজের অবস্থান শক্ত করছেন জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বাংলাদেশে প্রথমবারের মতো উটের দুধ আমদানি করে বিক্রি করতে চান ।
মিষ্টি জান্নাত বলেন, "উটের যে মিল্কটা আমি খাই, সেটা বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছি। এটা আমার নতুন একটা বিজনেস আইডিয়া। অনেকে জিজ্ঞেস করে- উটের দুধের চায়ের স্বাদ কেমন? বাংলাদেশে এটা সাধারণত পাওয়া যায় না, তাই আমি দুবাই থেকে আমদানি করব।"
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ২০০ গ্রাম প্যাকেট আকারে উটের দুধ বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের জন্য শিগগিরই একটি প্রেসমিট আয়োজন করবেন, যা ঈদের আগে বা পরে হতে পারে।
উটের দুধের উপকারিতা নিয়ে মিষ্টি বলেন, "উট বড় প্রাণী, তাই এর দুধে ক্যালসিয়াম অনেক বেশি। স্বাদও বেশ ভালো।"
চলচ্চিত্র ক্যারিয়ার নিয়েও ব্যস্ত সময় পার করছেন মিষ্টি জান্নাত। সম্প্রতি একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন যা এত ভালো হয়েছে যে, সেটি ঈদে সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আরেকটি নতুন ওয়েব ফিল্মে সাইন করেছেন যার শুটিং ঈদের আগেই শুরু হবে। গুঞ্জন রয়েছে, তিনি একটি বিগ বাজেটের সিনেমায়ও কাজ করছেন, যেটি হতে পারে সুপারস্টার শাকিব খানের সঙ্গে।
ব্যক্তিগত উদ্যোগে গড়া ‘হেভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক’-এরও সম্প্রসারণ চলছে। বর্তমানে দুইটি শাখা চালু রয়েছে এবং খুলনায় নতুন শাখা খোলার প্রস্তুতি চলছে।
ড্রেস ডিজাইন প্রসঙ্গে মিষ্টি জানান, সম্প্রতি একটি আন্তর্জাতিক এওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি একজন ডাচ ডিজাইনারের তৈরি হ্যান্ড ওয়ার্ক করা ড্রেস পরেছিলেন। তার ভাষায়, "এই ডিজাইনারের পোশাক বলিউড, হলিউড ও কান চলচ্চিত্র উৎসবে ব্যবহৃত হয়।"
রাজনীতি নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, "রাজনীতি নিয়ে কোনো প্রশ্ন করবেন না, আমি খুব সরি।"
আঁখি