
ছবি: সংগৃহীত
সম্প্রতি বিয়ে করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত বাংলাদেশি অভিনেত্রী শাম্মী ইসলাম নীলা। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করে বিয়ের খবরটি নিজেই জানিয়েছেন নীলা। যেখানে দেখা যায়, বিয়ের সাজে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন তিনি।যদিও সেখানে স্বামীর পরিচয় উল্লেখ করেননি নীলা।
বিয়ে নিয়ে প্রশ্ন করায় সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে বলেন, বিয়ে যদি শান্তির হয়, সবার বিয়ে করে ফেলা উচিত। তিনি আরো বলেন, আমরাই পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য আছি। কে কখন চলে যাবে তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং যতটুকু উপভোগ করার উপভোগ করে নেয়াই ভালো।
ওই ছবিগুলোতে দেখা যায়, বিয়ের সাজে নীলা পরেছেন লেহেঙ্গা ও বর শেরওয়ানি। নবদম্পতি একে অপরের দিকে তাকিয়ে বেশ খোশ মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরায়। মেহেদি হাতে চোখ ঢেকে রেখে ফটোশুট করেছেন নীলা। তার বিয়ের সাজ-পোশাকের বেশ প্রশংসা করেছেন ভক্ত-অনুরাগীরা।
ফারুক