
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যোগ্যতার ভিত্তিতে সকল নারী মর্যাদার সঙ্গে কাজ করতে পারবে। এমন মন্তব্য দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার উপর জোর দেন নেতারা। সকালে রাজধানীর পুরানা পল্টনে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তারা।
বৃহস্পতিবার সকাল নয়টা থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে যোগ দিতে আসতে থাকেন শ্রমজীবীরা। স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়নি বলে দাবি করেন বক্তারা। সমাবেশে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল শ্রমিক ও মালিকের বন্ধন অটুট রেখে দেশের অর্থনৈতিক টাকাকে সচল রাখার আহ্বান জানান। তারা বলেন, মালিকরা যা খাবে এবং পরবে শ্রমিকরা যেন সেই পরিমাণ, সেই মানের খেতে পারে, পরতে পারে সেই নূন্যতম বেতন মজুরির ব্যবস্থা করতে হবে। কলকারখানার উৎপাদনের চাকাকে সচল রেখে মালিক শ্রমিকের সম্প্রীতি বন্ধন অটুট রেখে ট্রেড ইউনিয়ন আমাদের যে অধিকার দিয়েছে সে অধিকার যেন আমরা পাই।
প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির বলেন, তার দল ক্ষমতায় আসলে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে কাজ করতে পারবেন নারীরা। তিনি বলেন, "প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোন কাজ করতে দিবে নাচ, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি। তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। তাদের মর্যাদাও আমরা কায়েম করব। তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।"
পারস্পরিক সম্মান থাকলে শ্রমক্ষেত্রে সুন্দর পরিবেশ প্রতিষ্ঠা হবে বলেও মন্তব্য করেন বক্তারা।
সূত্র: https://www.youtube.com/watch?v=PGP_o2-teDk
আবীর