ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

তোমাদের আশীর্বাদের, এই শতদল মাথায় রাখি

তাহমিন হক ববী, নীলফামারী

প্রকাশিত: ১৯:৪০, ১ মে ২০২৫

তোমাদের আশীর্বাদের, এই শতদল মাথায় রাখি

চাকুরি জীবনে কি পেলাম কি পাইনি সেটি বড় কোন বিষয় নয়। চাকুরির বিদায় বেলায় এসে তোমাদের যে ভালবাসা পেলাম এটি ভুলবার নয়। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার যেমন শেষ নেই। প্রতিটা মানুষেরই যেখানে শেষ হয়, সেখান থেকেই শুরু হয়। আমারও এই চাকরি থেকে বিদায় নিতে হচ্ছে। একটি অধ্যায় শেষ হলো, নতুন এক যাত্রার সূচনা। এই প্রতিষ্ঠানে কাটানো প্রতিটি দিন ছিল শেখার, বেড়ে ওঠার, ও স্মৃতিতে ভরপুর। সহকর্মীদের ভালোবাসা ও সহায়তা কখনো ভুলব না। বিদায় বেলায় আরও কিছু শিখে গেলাম তোমাদের কাছ থেকে। আজ তোমাদের  চোখের জল আর ভালোবাসা দেখে বুঝতে পারছি আমার এ দীর্ঘ কর্মজীবন সার্থক হয়েছে। সেই সাথে তিনি বলে উঠেন -
তোমাদের আশীর্বাদের, এই শতদল মাথায় রাখি- তোমাদের ভালবাসার-এই মনিহার বুকে রাখি-এই শতদল মাথায় রাখি ...।

নীলফামারীর ডোমার উপজেলার নাঠুয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার জাহান বিউটি। একজন গৃহবধু ও সন্তানের মা তিনি। পাশাপাশি প্রায় ৩৮ বছরের কর্মজীবনের শেষ দিনটি স্মরণীয় করে রাখতে সহকর্মী ও শিক্ষার্থীরা আয়োজন করেছিল এক আবেগঘন বিদায় সংবর্ধনার।

বুধবার (৩০ এপ্রিল) ছিল প্রধান শিক্ষক আকতার জাহান বিউটির শেষ কর্মদিবস। স্কুল শেষে বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক কর্মকর্তা সুদীপ চন্দ্র শর্মা।

অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সালমা আক্তার বলেনন, ম্যাডাম আমাদের খুব ভালোবাসতেন, শাসন করতেন, ভালোভাবে পড়াতেন। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী উৎসব রায় বলে, ম্যাডামের পড়ানোর ধরণ একেবারে আলাদা ছিল। তিনি আমাদের আদর করতেন, আবার প্রয়োজন হলে শাসনও করতেন। আমরা তাকে খুব মিস করব।”

সহকারী শিক্ষক মো. আব্দুল মান্নান বলেন, বিভিন্ন স্থানে তিনি চাকুরি করেছেন ২০১৮ সালে নাঠুয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন বিউটি ম্যাডাম। সেই থেকে বিদ্যালয়ের চিত্রই বদলে গিয়েছিল। তিনি ছিলেন সবার প্রিয়। শৃঙ্খলা,পাঠদানে আগ্রহ ও শিক্ষার্থীদের ফলাফল সবদিকেই উন্নতি হয়েছে। এমন একজন শিক্ষককে অবসরজনিত বিদায় জানানো আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

সহকারী শিক দীপক চন্দ্র রায় বলেন, তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন অভিভাবকের মতো। বিদ্যালয়ের যেকোনো সমস্যায় তিনি সবার আগে এগিয়ে আসতেন।

অনুষ্ঠানে উপস্থিত উপজেলার বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম বলেন, আকতার জাহান বিউটি একজন দায়িত্বশীল, সৎ ও নিষ্ঠাবান শিক্ষক ছিলেন। তার অবদান দীর্ঘদিন ধরে এ এলাকার শিক্ষাক্ষেত্র স্মরণীয় হয়ে থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুদীপ চন্দ্র শর্মা বলেন, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। সবসময় শিক্ষার্থীদের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছেন। সময়ানুবর্তিতা, আন্তরিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। এমন একজন শিক্ষককে বিদায় জানানো যেমন কষ্টের, তেমনি গর্বেরও।

অনুষ্ঠান শেষে তাকে ফুলে সাজানো একটি রিকশায় করে সম্মাননা জানিয়ে বিদায় দেওয়া হয়। সহকর্মীরা তাকে রিকশায় করে বিদ্যালয় থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে তার বাড়ি পৌঁছে দেন। এ বিদায় দৃশ্য উপস্থিত সবার চোখে জল এনে দেয়। ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মানের এক অসাধারণ আবহে শেষ হলো একজন আদর্শ শিকের কর্মজীবনের পথচলা।

 

রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার