
ছবি: সংগৃহীত
আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি আয়োজিত শ্রমিক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার—বিশেষ পরিস্থিতিতে গঠিত এ ধরনের সরকারকে অবৈধ বলা যায় না। তবে এটি কখনোই সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না।
তারেক রহমান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হবে দেশের জনগণের স্বার্থ রক্ষা করা। তিনি জোর দিয়ে বলেন, মিয়ানমার, ভারত কিংবা পাকিস্তান নয়—সবার আগে বাংলাদেশ। এটাই হওয়া উচিত আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
বক্তব্যে তিনি আরও জানান, বিএনপি মনে করে, দেশের শ্রমজীবী ও কর্মজীবী মানুষের প্রকৃত উন্নয়ন তৃণমূলের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমেই সম্ভব। তিনি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার উপেক্ষা করে কোনো রাষ্ট্র টেকসই অগ্রগতি অর্জন করতে পারে না। কারণ, একটি দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি দাঁড়িয়ে থাকে শ্রমিকদের ঘাম, শ্রম ও মেধার ওপর।
আবীর