
ছবি: জনকণ্ঠ
আন্তর্জাতি শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির শ্রমিক সমাবেশ হয়েছে। শ্রমিক সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। ঢাকা মহানগরীসহ আশপাশের জেলার নেতাকর্মীরা সমাবেশে জড়ো হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় এই সমাবেশ শুরু হয়।
জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে এরই মধ্যে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় লক্ষাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন।
আর এই সমাবেশের মধ্যেই চোখ আটকে গেলো অদ্ভূত সাজের এক ধান দানবের উপর। এ সময় দেখা যায় সমাবেশে আগতরা এই ধান দানবকে আগ্রহ নিয়ে ঘিরে ধরেছেন।
শিহাব