
ছবি: সংগৃহীত
মিয়ানমার সীমান্তে করিডোর ইস্যুতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোকে অবহিত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ ধরনের স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদের।
বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত সমাবেশে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “রাখাইনে চলমান সংঘাতের কারণে মিয়ানমারে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। অথচ এত গুরুতর সিদ্ধান্তে দেশের জনগণ বা তাদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, “আমি এই মুহূর্তে বিতর্ক তুলতে চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে কি না। তবে স্বাধীনতাপ্রিয় জনগণের মত হলো—করিডোর ব্যবহারের মতো একটি বিষয় অবশ্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত। গণতান্ত্রিক বিশ্বে এটাই প্রচলিত রীতি ও নিয়ম।”
ফারুক