ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সামান্য উপহার ছিল তাদের কাছে অসামান্য!

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৯:৩৬, ১ মে ২০২৫

সামান্য উপহার ছিল তাদের কাছে অসামান্য!

ছবি: জনকণ্ঠ

তপ্ত রোদ, তার মধ্যে ক্ষেতে মুগ ডাল তুলছেন ৮-১০ জন নারী শ্রমিক। গরমে তারা ক্লান্ত বোধ করছিল। মুখমন্ডল থেকে ফোটায় ফোটায় ঘাম জমিনে পড়ছিল। হঠাৎ তাদের মাঝে ছাতা নিয়ে হাজির হলেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। 

ওই সব নারী শ্রমিকদের প্রত্যেককে একটি করে ছাতা উপহার দিলেন তিনি। এই উপহারের ছাতা পেয়ে দারুণ খুশি হয়েছেন নারী শ্রমিকরা। প্রাণখুলে তারা ড. মাসুদের জন্য দোয়া করলেন তারা। তাদের এই খুশিতে অভিভূত হন ড. মাসুদ।

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের শ্রমিকদের মাঝে ছাতা বিতরণ করেন জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। ওই ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের শতাধিক নারী-পুরুষ শ্রমিক ভাই ও রোনদের মাঝে তিনি এ ছাতা উপহার হিসাবে প্রদান করেন।

আদা বাড়িয়া গ্রামের বাসিন্দা শ্রমিক রহিমা বেগম (৫৫) জানান, তার পরিবারের স্বামী ছাড়া আর কেউ নেই। দুই ছেলে বিয়ে করে আলাদা থাকেন। স্বামী অসুস্থ কাজ করতে পারেননা। তাই পেটের টানে তিনি প্রতিবেশী জহির মৃধার ক্ষেতের মগ ডাল তুলে দেয়ার কাজ নিয়েছেন। তারমত আরও অনেক নারী আছেন এ কাজ করেন। দৈনিক দেড়শ টাকা রোজে তিনি ডাল তুলেন। সন্ধ্যা পর্যন্ত এ কাজ করেন তিনি। রোদে পুড়ে মুখমন্ডল কালো হয়ে গেছে। কখনো মাথা ব্যথা করে। ছাতাটি পেয়ে তার অনেক উপকার হয়েছে। অন্ততপক্ষে রোদের কবল থেকে নিজেকে কিছুটা স্বস্তি দিতে পারবেন। 

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমাদের এলাকার নারী-পুরুষ শ্রমিক ভাই ও বোনেরা এই মৌসুমে অন্যের ক্ষেতে বদলা দেন। অর্থাৎ, মুগ ডাল তুলে দেন। প্রচন্ড গরমে তাদের কষ্ট পেতে হয়। অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাই আমি চিন্তা করেছি একটি বিশেষ দিবসে তাদেরকে ছাতা উপহার দিব। আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শতাধিক শ্রমিককে ছাতা উপহার দিলাম। এই সামন্য উপহার ছিল তাদের কাছে অসামান্য। তাদের কাছে না গেলে বুঝতামনা। তাদের কষ্টের মাঝে হাসিটুকু আমার কাছে মহামূল্যবান মনে হয়েছে। 

আবীর

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার