ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভ্যান গাড়িতে বই বিক্রি করছেন ৮৯ বছর বয়সের বীর মুক্তিযোদ্ধা

জিয়াউল হক, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ১৮:৫৮, ১ মে ২০২৫; আপডেট: ১৯:০০, ১ মে ২০২৫

ভ্যান গাড়িতে বই বিক্রি করছেন ৮৯ বছর বয়সের বীর মুক্তিযোদ্ধা

ছবি: দৈনিক জনকণ্ঠ

আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস। প্রতিবছর মে দিবস আসে, মে দিবস যায়। দেওয়ালজুড়ে কিছু পোস্টার সাঁটানো হয়, শহরে শহরে মিছিল হয়, বক্তৃতা হয়। কিন্তু আশপাশের ক্লান্ত শ্রমজীবী মানুষের জীবন তেমন বদলায় না। তারা অনেকেই হয়তো জানেনই না, আজকের দিনটিকে ‘শ্রমিকের অধিকার দিবস’ বলা হয়। কারণ অধিকার নিয়ে তারা ভাবেন না। তারা শুধু ভাবেন আগামীকালকের দিনটি যেন আরও একটু ভালো যায়। আর এভাবেই তাদের অনেকের জীবনের গল্প রয়ে যায় অন্ধকারে। 

এমনই এক শ্রমজীবী মানুষ মুক্তিযোদ্ধা এনছান আলী খান ১৯৩৬ সালে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারি পুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল গনি খান ছিলেন একজন কৃষক। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনের একজন বীর সৈনিক ছিলেন তিনি। তার জীবন যুদ্ধ যেন ছোটবেলা থেকেই শুরু আজ ৮৯ বছর বয়সে জীবনের শেষ প্রান্তে এসেও ভ্যান গাড়িতে বই নিয়ে ছুটছেন দেশ গড়ার লক্ষ্যে এই বীর মুক্তিযোদ্ধা এনছান আলী খান। তার জীবন যুদ্ধ যেন এখনো শেষ হয়নি। বীর মুক্তিযোদ্ধারা কখনও তাদের স্বার্থের কথা বিবেচনা করেননি। এমনই একজন নিঃস্বার্থ মুক্তিযোদ্ধা এনছান আলী খান। 

আজ বৃহস্পতিবার ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিন দুপুরে বাকেরগঞ্জ পৌর শহরের সড়কে সড়কে ভ্যান গাড়ি নিয়ে বই বিক্রি করতে দেখা যায় মুক্তিযোদ্ধা এনছান আলী খানকে। জীবনের শেষ মুহূর্তে নানান রকম রোগে আক্রান্ত হয়ে শরীরের শক্তি হারিয়ে ফেলেছেন। ভ্যান গাড়ি যেন এখন চলছে না। দুই পায়ে দেখা দিয়েছে ব্যথা। পাড়া মহল্লায় ভ্যান গাড়ি নিয়ে বই বিক্রি করতে গিয়ে জীবনের সাথে যুদ্ধ চলছে এখনো তার। 

১৯৭১ সালে রণাঙ্গনে মুক্তিকামী সৈনিক ২ নম্বর সেক্টরে ক্যাপ্টেন হায়দার আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা এনছান আলী খান ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। তখন পুলিশ কর্মরত অবস্থায় সোনারগাঁও, কাচপুর, মুগ্ধাপাড়া, আদমজী জুট মিল সংলগ্ন এলাকায় দায়িত্ব পালন করেন তিনি। দেশরক্ষায় জীবনকে তুচ্ছ করে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন এই বীর সন্তান। দেশ স্বাধীনের পর থেকে কখনো রিক্সা কখনো ভ্যান গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন তিনি। বর্তমানে বই বিক্রেতার পেশাকে পাথেয় করে একটি ঝুপড়ি ঘরে তার মানবেতর জীবনযাপন চলছে। জীবনের এই ক্রান্তিলগ্নে ৮৯ বছর বয়সেও স্বপ্ন দেখে আগামী দিনগুলোর।

গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ভ্যান গাড়িতে বই বিক্রি করে  মানুষের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ইসলামি শিক্ষার দিনের আলো ছড়িয়ে দিচ্ছেন এই মুক্তিযোদ্ধা। ২০ হাজার টাকা সম্মানী ভাতা আর ভ্যান গাড়িতে বই বিক্রয় করেই তার সংসার চলছে। মুক্তিযোদ্ধা এনছান আলীর দাবি সরকার তাকে একটি দোকান ঘর দিলে ভ্যান গাড়িতে নয় দোকানে বসে বই বিক্রি করতেন। আর মানুষের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ইসলামি শিক্ষার দিনের আলো ছড়িয়ে দিতেন তিনি।

ফারুক

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার