
নোয়াখালীর চাটখিল উপজেলা মলংচর গ্রামের জাহিদ হোসেন (২৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বৃহস্পতিবার (১ মে) বিকেলে মরদেহ মর্গে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে তিনি মৃত্যুর কারণ জানাতে পারেননি।
নিহত জাহিদের পিতা নুরুল হক জানান, তার ছেলে নেশাগ্রস্ত হয়ে ভারসাম্যহীন ছিলো। বৃহস্পতিবার পরিবারের লোকজনের অগোচরে নিজ বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তার মা বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার নিথর দেহ ঝুলে থাকতে দেখে জোরে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে পুলিশে সংবাদ দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাহিদ উপজেলার জনতা বাজারে দর্জির কাজ করতো। তার জাকির হোসেন (৬) এবং জুনায়েদ হোসেন (২) নামের দুই ছেলে রয়েছে। এই ঘটনায় জাহিদের স্ত্রীর কোন বক্তব্য পাওয়া যায়নি।
রিফাত