
ছবি: সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা বলছি না যে দুনিয়ার মজদুর এক হও, সেটার জায়গায় আমরা বলছি মালিক মজদুর এক হও। মালিক মজদুর যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে সেই শিল্প কারখানা উন্নতি করতে পারে না। আমরা এখন যেটা দেখেছি যে অনেক মালিকের গাফিলতি আছে। আবার অনেক মালিক এই শিল্পকে অনেক আগিয়ে নিয়ে গেছে। কাজেই মালিক মজদুর এক না হওয়া পর্যন্ত একটা ভালো পরিবেশ তৈরি হবে না। মালিকরা যেন শ্রমিকদের সন্তানের মতো রাখে।
বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উপলক্ষ্যে র্যালির আয়োজনে যোগ দিয়ে এ কথা জানান তিনি।
শ্রমিকদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রিয়া শুরু করতে পেরেছে তাতে আন্তর্জাতিকভাবে একটি বড় প্রভাব সৃষ্টি হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন উপদেষ্টা।
এসময় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের বর্তমান অবস্থা বর্ণনা করেন তিনি। উপদেষ্টা জানান, আইএলও তে গিয়ে দেখা গেছে গত ২০-৩০ বছরে শ্রমিকদের বেতনসহ নিরাপত্তা ব্যবস্থা খুব নাজুক হয়ে গেছে। আরেকটু হলেই ব্যান করে দেয়ার সম্ভাবনাও উল্লেখ করেন তিনি।
ফারুক