ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

লক্ষ্মীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ফরহাদ হোসেন, লক্ষ্মীপুর

প্রকাশিত: ১৭:১৭, ১ মে ২০২৫

লক্ষ্মীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ছবি: জনকণ্ঠ

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আ হ ম মোস্তাকুর রহমানকে প্রাণনাশের হুমকি-ধমকির অভিযোগ উঠেছে জামাল উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। 

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বুধবার রাতে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। 

আ হ ম মোস্তাকুর রহমান দৈনিক নয়া দিগন্তের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ও লক্ষ্মীপুর দিগন্ত পত্রিকার প্রকাশক-সম্পাদক। তিনি পৌরসভার বাঞ্ছানগর এলাকার বাসিন্দা।

অভিযুক্ত জামাল উদ্দিন পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আদিলপুর গ্রামের মৃত মাওলানা মহিব উল্যাহর ছেলে। 

জিডিতে উল্লেখ করা হয়, গত ২২ এপ্রিল সন্ধ্যায় জেলার কর্মরত একজন সংবাদকর্মীকে মারধর করে পুলিশে দেয় কিছু লোকজন। তখন তার মোটরসাইকেলটি কে বা কারা নিয়ে যায়। সাংবাদিককে মারধর ও তার মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনায় সাংবাদিক আ হ ম মোস্তাকুর রহমান তার ব্যক্তিগত ফেজবুক আইডিতে একটি পোস্ট করেন। তবে তাতে কারো নাম উল্লেখ করা হয়নি। এরপর থেকে জামাল উদ্দিন সাংবাদিক মোস্তাকুর রহমানকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। তাকে হামলা ও বিভিন্নভাবে অপমান অপদস্ত করার জন্য খুঁজে বেড়াচ্ছে। 


এর আগে গত ২১ ফেব্রুয়ারি রাতে কেন্দ্রীয় জামায়াতের আমীর ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে মোস্তাকুর রহমানক সাংবাদিক হিসেবে সার্কিট হাউজে গেলে সেখানেও জামাল উদ্দিন তাকে অপমান অপদস্ত করেন। এসব ঘটনার পর থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন। 

সাংবাদিক মোস্তাকুর রহমান বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির লক্ষ্মীপুরে আগমন উপলক্ষে নিউজ কাভারেজের জন্য সার্কিট হাউজ গেলে সেখানে চিহ্নিত সন্ত্রাসী জামাল অহেতুক বাধা প্রদানসহ গালমন্দ করে ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে জেলার আরেকজন সংবাদকর্মীকে মারধরের ঘটনায় প্রতিবাদ করায় একই ব্যাক্তি ফের অসদাচরন সহ হুমকি দেয়। এই দুটি ঘটনার পর নিরাপত্তা চেয়ে থানায় জিডি করি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন,সাংবাদিকের দায়েরকৃত জিডির আলোকে নিয়মমোতাবেক তদন্ত করে আদালতে রিপোর্ট দাখিল করা হবে। এ বিষয়ে পুলিশের কার্যক্রম চলছে। 

এদিকে সাংবাদিক আ.হ.ম. মোশতাকুর রহমানকে সন্ত্রাসী হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন লক্ষ্মীপুর প্রেসক্লাব,মফস্বল সাংবাদিক ফোরাম-লক্ষ্মীপুর,জেলা রিপোর্টার্স ক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


অবিলম্বে অভিযুক্ত সন্ত্রাসীকে আইনের আওতায় আনা না হলে প্রতিবাদে বিভিন্ন কর্মসূচী পালন করবে বলে মত প্রকাশ করেন স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

শিহাব

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার