
ছবি: সংগৃহীত
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কাইয়ুম মে দিবসে শ্রমিকের মুক্তি নিয়ে আজ বৃহস্পতিবার ( ১ মে) একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।
নিচে পাঠকদের জন্য ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
“শ্রমিকের হাতে গড়ে ওঠে ইমারত, গড়ে ওঠে নগর কিংবা সভ্যতা। যে শ্রমিকের রক্ত-ঘামে সচল থাকে অর্থনীতির চাকা, সে শ্রমিকই সভ্য মানুষের সমাজে নিদারুণ শোষণের শিকার, যুগের পর যুগ। পুঁজিবাদের করালগ্রাসে জর্জরিত শ্রমিকের মুক্তির ধোঁয়া তুলে প্রলেতারিয়েত হয়ে উঠেছে বুর্জোয়া, তথাপি মুক্তি মেলেনি আজও শ্রমজীবি জনতার।
শ্রমিকের যথার্থ স্বীকৃতি, সামাজিক মর্যাদা, অর্থনৈতিক মুক্তি সুনিশ্চিত করে ইসলাম। হালাল উপার্জন মর্যাদাপূর্ণ ইবাদত। শ্রমিকের উপর দায়িত্বশীল ব্যক্তিকেও যাবতীয় অনিয়ম, দুর্নীতির ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে ইসলাম।
ইসলামের সঠিক শিক্ষা ও যথার্থ অনুশীলনই মানবসমাজে শ্রমজীবি মানুষের মর্যাদা সমুন্নতকরণ, উত্তম জীবনমান নিশ্চিতকরণ এবং সামগ্রিক অধিকার নিশ্চিত করতে পারে।
আজ পয়লা মে— শ্রমিক দিবস। এই দিবসে আমাদের প্রতিজ্ঞা— যে শ্রমিকের শ্রমে-ঘামে আমাদের জীবন সচল, আধুনিক ও গতিশীল— তাদের ঘরে স্বচ্ছলতার আলো জ্বালতে হবে। তার পরিবার সুখে থাকবে, সন্তানেরা স্কুলে যাবে। অন্য সবার মতো— জীবনের সুখ ছুয়ে দেখবে। তার এই অধিকার প্রতিষ্ঠা করাই হোক আমাদের অঙ্গীকার।”
শিহাব