
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সময়সূচি ও ভেন্যু ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২০২৬ সালের ১২ জুন শুরু হয়ে এ প্রতিযোগিতা শেষ হবে ৫ জুলাই, লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে জমকালো ফাইনালের মধ্য দিয়ে।
বৃহস্পতিবার (১ মে) লর্ডসে এক সংবাদ সম্মেলনে আইসিসির চেয়ারম্যান জয় শাহ আনুষ্ঠানিকভাবে আসন্ন আসরের সূচি ও আয়োজক ভেন্যুগুলোর নাম ঘোষণা করেন। তিনি বলেন, ইংল্যান্ডের বৈচিত্র্যপূর্ণ ও ক্রিকেটপ্রেমী পরিবেশ প্রতিটি দলকে দারুণ সমর্থন জোগাবে। ২০১৭ সালের স্মরণীয় আসরের মতোই এবারও লর্ডস হতে যাচ্ছে আরেকটি ইতিহাসের অংশীদার।
এবারের বিশ্বকাপে অংশ নেবে মোট ১২টি দল। ৬টি করে দল বিভক্ত হয়ে খেলবে দুই গ্রুপে। ২৪ দিনের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৩৩টি। খেলা হবে ছয় শহরের সাতটি ভেন্যুতে।
ভেন্যুগুলোর তালিকায় রয়েছে:
- লর্ডস (লন্ডন)
- ওল্ড ট্রাফোর্ড (ম্যানচেস্টার)
- হেডিংলি (লিডস)
- এজবাস্টন (বার্মিংহাম)
- হ্যাম্পশায়ার বোল (সাউদাম্পটন)
- দ্য ওভাল (লন্ডন)
- ব্রিস্টল ক্রিকেট গ্রাউন্ড (ব্রিস্টল)
বিশ্বকাপের এই সংস্করণকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে বিশ্বের নারী ক্রিকেট মহলে। বিশেষ করে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনের প্রাক-প্রদর্শনী হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক।
কে কে খেলছে বিশ্বকাপে?
২০২৪ সালের অক্টোবর মাসে আইসিসির র্যাঙ্কিংয়ের ভিত্তিতে শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। তারা হলো:
- ইংল্যান্ড (আয়োজক)
- অস্ট্রেলিয়া
- ভারত
- নিউজিল্যান্ড
- দক্ষিণ আফ্রিকা
- ওয়েস্ট ইন্ডিজ
- পাকিস্তান
- শ্রীলঙ্কা
বাকি চারটি দলকে খেলতে হবে বাছাইপর্ব। বাংলাদেশ নারী ক্রিকেট দলকেও এই কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। বাছাইপর্ব থেকে উঠে আসা দলগুলোর মধ্য দিয়েই পূর্ণ হবে ১২ দলের টুর্নামেন্ট।
বিশ্বকাপের দিকে তাকিয়ে বাংলাদেশ
বাংলাদেশ নারী দলের জন্য এটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। র্যাঙ্কিংয়ে শীর্ষ আটে না থাকায় বিশ্বকাপে সরাসরি সুযোগ না পেলেও কোচ ও টিম ম্যানেজমেন্ট আশা করছেন, বাছাইপর্বে ভালো পারফর্ম করে জায়গা করে নিতে পারবে বাংলাদেশ।
বিশেষজ্ঞরা বলছেন, নারী ক্রিকেটের বর্তমান জনপ্রিয়তা ও প্রতিযোগিতামূলক মান বিবেচনায় এটি হতে যাচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ও বৈচিত্র্যপূর্ণ বিশ্বকাপ। আর ইতিহাস গড়া লর্ডসের ফাইনাল নিশ্চিতভাবেই নারী ক্রিকেটের আরেকটি মাইলফলক হয়ে থাকবে।
এসএফ