
লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিক আর্সেনালের বিরুদ্ধে জয়সূচক গোল করার পর পিএসজির ফরাসি তারকা উসমান ডেম্বেলের উদ্যাপন
ইংলিশ জায়ান্ট আর্সেনালের বিপক্ষে ইউরোপিয়ান টুর্নামেন্টের প্রতিযোগিতায় কখনো জয়ের স্বাদ পায়নি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। অবশেষে মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে প্যারিসের ক্লাবটি ১-০ গোলে হারাল আর্সেনালকে।
সুদীর্ঘ ইতিহাসে ইউরোপিয়ান টুর্নামেন্টের মুখোমুখি লড়াইয়ে গানারদের বিপক্ষে প্রথম জয়ের সৌজন্যে ফাইনালের পথেও একধাপ এগিয়ে গেল লুইস এনরিকের দল। লন্ডনে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে পিএসজির জয়ের নায়ক উসমান দেম্বেলে। ফরাসি তারকার করা একমাত্র গোলের সৌজন্যেই ছয়বারের মুখোমুখি লড়াইয়ে প্রথমবার জয় দেখল পিএসজি। এর ফলে ফাইনালের পথেও একধাপ এগিয়ে গেল লুইস এনরিকের দল। কেননা, দ্বিতীয় লেগের ম্যাচটা হবে তাদেরই মাঠে।
আগামী বুধবার নিজেদের সমর্থকদের সামনে সেই ম্যাচে জয় পেলে তো কোনো কথাই নেই; ড্র করলেও দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেবে পিএসজি। এর পর আরাধ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথেও এগিয়ে থাকবে প্যারিস জায়ান্টরা। ঘরোয়া ফুটবলে এখন একক দাপট পিএসজির। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে মরিয়া তারা। ইউরোপ সেরার মুকুট পরার জন্য কাঁড়ি কাঁড়ি অর্থ ব্যয় করেছে দলটি।
এই স্বপ্ন পূরণ করার জন্যই একটা সময় এমবাপে-নেইমার-মেসিদের মতো মহাতারকাদের দলে ভিড়িয়েছিল তারা। ২০১৯-২০ মৌসুমে প্রথমবার ফাইনালেও পৌঁছেছিল পিএসজি। কিন্তু সেবার বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। পাঁচ বছর পর চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে আরাধ্য সেই স্বপ্ন পূরণে দুর্বার গতিতে এগিয়ে চলছে পিএসজি।
এর আগেই ম্যানচেস্টার সিটি, লিভারপুল এবং অ্যাস্টন ভিলার মতো তিন ইংলিশ ক্লাবকে পরাজিত করা পিএসজি মঙ্গলবার লন্ডনের আরেক ক্লাব আর্সেনালের মুখোমুখি হয় তাদেরই মাঠে।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরুর ৪ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। জর্জিয়ান উইঙ্গার কাভারাতস্খেলিয়ার বক্সে বাড়ানো পাস এক স্পর্শের শটে জালে জড়ান ফরাসি তারকা উসমান ডেম্বেলে। তার বাঁ পায়ের শট প্রতিপক্ষের কয়েকজনের মাঝখান দিয়ে কোণাকুণিভাবে জালে জড়ালে স্তব্ধ হয়ে যায় স্বাগতিক সমর্থকরা।
এরপর হাইভোল্টেজ ম্যাচের প্রথমার্ধে বলতে গেলে একপেশে দাপট দেখিয়েছে সফরকারীরা। অন্যদিকে, স্বাগতিক আর্সেনালের পায়ে বল দখল থেকে শুরু করে কয়েকটি আক্রমণ দেখা যায় শেষের দিকে। কিন্তু সেইসব সুযোগ কাজে না লাগাতে পারলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মাইকেল আর্তেতার দল।
স্বাগতিক সমর্থকদের সামনে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরেছিল আর্সেনাল। ৪৭ মিনিটে ডেক্লান রাইসের বাঁকানো ফ্রি-কিকে হেড দিয়ে পিএসজির জালে বল জড়ান মাইকেল ম্যারিনো। কিন্তু ভিএআর দেখে রেফারি অফসাইড ঘোষণা করলে তা বাতিল হয়ে যায়। এরপরও গোলের জন্য মরিয়া হয়ে উঠে গানাররা। পক্ষান্তরে, ব্যবধান বাড়াতেও সবরকম চেষ্টা করে পিএসজি। এই সময়ে দুই দলই বেশ কিছু দুর্দান্ত সুযোগ তৈরি করে।
কিন্তু সেগুলোকে জালে জড়াতে পারেনি কেউ। পিএসজির হয়ে এদিন দুর্দান্ত কিছু সেভ করে আর্সেনালের মাঠ থেকে জয় নিয়ে বাড়ি ফিরতে অসাধারণ ভূমিকা রাখেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা।