
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও একই ধরনের সম্মান প্রত্যাশা করে— বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "বাংলাদেশ সকল স্বার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও একই প্রত্যাশা করে।"
তিনি আরও স্পষ্ট করেন, বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এ এল এম ফজলুর রহমানের একটি সাম্প্রতিক মন্তব্য সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত অভিমত। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই তার সঙ্গে একমত নয়।
প্রেস সচিব বলেন, "মেজর জেনারেল ফজলুর রহমানের ব্যক্তিগত মতামতকে সরকারের অবস্থান বা বক্তব্য হিসেবে বিবেচনা না করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।"
এম.কে.