
ছবিঃ সংগৃহীত
রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের সাবেক মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। বুধবার (১ মে) বিকেলে চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
এর আগে সকালে হাইকোর্টের বিচারপতি আতোয় রহমান খান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ চিন্ময় দাসের জামিন মঞ্জুর করেন। তবে জামিন আদেশের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়ে রাষ্ট্রপক্ষ তাৎক্ষণিকভাবে চেম্বার আদালতে জামিন স্থগিতের আবেদন জানায়।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া সাংবাদিকদের জানান, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চিন্ময় দাসের জামিন কার্যকর না করার জন্য চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতকে লিখিতভাবে জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন শুনানি নিয়ে রুল জারি করা হয়। আজ সকালে সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে রায় দেন। তবে আপিল বিচারাধীন থাকায় জামিন স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।
মারিয়া