ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা

মোঃ ইমারত হোসেন, কালিয়াকৈর, গাজীপুর

প্রকাশিত: ১৪:১১, ১ মে ২০২৫

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা

ছবিঃ প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স অ্যান্ড ওয়াশিং প্লান্টের শ্রমিকরা বৃহস্পতিবার পহেলা মে সকাল ১০ টায় বকেয়া বেতন, সার্ভিস চার্জ ও ছুটির টাকা পরিশোধের দাবীতে কারখানার সামনে আন্দোলন শুরু করে। এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রীমোড় এলাকায় অবরোধের প্রস্তুতি নেন। তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন।

পরে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। এ সময় শ্রমিকরা অভিযোগ করেন, গত ৯ নভেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২৮ ডিসেম্বর পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত তারা কোনো টাকা পাননি।

শ্রমিকদের জানায়, কর্তৃপক্ষ বারবার তারিখ পিছিয়ে শ্রমিকদের সাথে প্রতারণা করছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আজকের মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পুরোপুরি অবরোধ করা হবে।’এ বিষয়ে জানার জন্য কারখানার এডমিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও বিক্ষুব্ধ শ্রমিকদের কারণে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে মাহমুদ জিন্স লিমিটেড ও মাহমুদ ওয়াশিং প্লান্ট লিমিটেডের পক্ষ থেকে বৃহস্পতিবার নোটিশ বোর্ডে উপ-ব্যবস্থাপনা পরিচালক রাফি মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ এপ্রিল থেকে শ্রমিকদের বকেয়া পরিশোধ শুরু করার কথা থাকলেও ব্যাংকিং জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবে এখন অর্থের ব্যবস্থা সম্পন্ন হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী ১৫ মে’র মধ্যে সকল বকেয়া পরিশোধ করা হবে ইনশাআল্লাহ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রমিকদের ধৈর্য ধারণ এবং কর্তৃপক্ষের প্রতি আস্থা রাখার অনুরোধ জানানো হচ্ছে।

আরশি

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার