
ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ পহেলা মে বরিশালে এক সমাবেশে শ্রমিকদের দুর্দশা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।
তিনি বলেন, দেশের ১২ কোটি ভোটারের মধ্যে ৭ কোটি ৩৫ লাখ শ্রমিক। অথচ তারা বঞ্চিত, নির্যাতিত ও অসহায়। শ্রমিকদের আয় কমছে, ছাঁটাই বাড়ছে, এবং তাদের সংগঠিত হওয়ার অধিকার নেই। তিনি অভিযোগ করেন, ২০২৩ সালের 'অত্যাবশ্যকীয় পরিসেবা আইন' শ্রমিকদের দাবি আদায়ের অধিকার হরণ করেছে।
রিজভী আরও বলেন, শেখ হাসিনার আমলে শ্রমিকদের সমাবেশ ও ট্রেড ইউনিয়ন করার অধিকার ছিল না। তিনি অভিযোগ করেন, শ্রমিকদের আন্দোলনে পুলিশ ও র্যাব গুলি চালিয়েছে, যার ফলে আঞ্জুমান আরা খাতুন, জালাল উদ্দিন ও রাসেল নিহত হয়েছেন।
তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, কিন্তু কোথায় আছেন তা কেউ জানে না। তিনি তুলনা করে বলেন, "শেখ হাসিনা হয়ে গেছে ওসামা বিন লাদেনের খালাতো বোন।"
রিজভী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে তাদের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। তিনি হুঁশিয়ারি দেন, যদি বেকারত্ব ও ছাঁটাই বাড়ে, তাহলে জনগণের আস্থা থাকবে না।
সূত্র: https://www.youtube.com/watch?v=N6SKNfeBFdc
আবীর