
ছবি: সংগৃহীত
যদি কোনোভাবে ফ্যাসিবাদের উত্থান ঘটে, কেউ বাঁচতে পারবেন না। ঐক্যের মধ্য দিয়ে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একটি অবাধ-সুষ্ঠ নির্বাচন কবে করা যায়, তার তারিখ সুনির্দিষ্ট করা এবং জনগণের মধ্যে ঐক্য রেখে ঐক্যের পথকে প্রশস্ত করার আহ্বানও জানান তিনি।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে মহান মে দিবস উপলক্ষে বরিশাল মহানগর ও জেলা শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারকে শক্ত হাতে প্রশাসন ধরার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘শেখ হাসিনা কোথায় পালিয়ে আছেন বের করতে হবে। তিনি এখন ওসামা বিন লাদেনের খালাতো বোনের মতো পালিয়ে ভিডিও বার্তা দিচ্ছেন।’
তিনি বলেন, ‘বর্তমান সরকারকে জনগণের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হবে। রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন না–এটা হতে পারে না। শুধু উপদেষ্টাদের নিয়ে করিডোর দিতে চাচ্ছেন। দেশের মানুষের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে–সে ধরণের পদক্ষেপ নেওয়া খুবই দুঃখজনক।’
শিহাব