
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজরা বিভিন্ন রূপ নিয়ে হাজির হয়, বিভিন্ন দিবস পালনের জন্য হাজির হয়।
বৃহস্পতিবার (১ মে) দুপুর পৌনে ১২টায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পুরানা পল্টনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, বিভিন্ন জায়গায় যারা উদ্যোক্তা. তারা বিভিন্নভাবে তাদের সহকর্মী শ্রমিক এবং কর্মচারীদেরকে তারা উপযুক্ত মূল্যায়ন করেন না, তাদের শ্রমের মর্যাদা দেন না, কর্মপরিবেশ নিশ্চিত করেন না। এটি হচ্ছে বাস্তবতা। আবার আরেকটি বাস্তবতা আছে। তারা যেমন নির্যতন করে শ্রমিকদের উপর, আবার তারা নির্যাতিত হন চাঁদাবাজদের হাতে।
তিনি বলেন, চাঁদাবাজরা বিভিন্নভাবে তাদের কাছে হাজির হয়, বিভিন্ন রূপ নিয়ে হাজির হয়, বিভিন্ন দিবস পালনের জন্য হাজির হয়। এমনকি আজকের দিবসটি পালনের জন্যও বিভিন্ন জায়গায় হাজির হয়েছে।
ভিডিও লিংক: https://www.facebook.com/watch/?v=2387633251623234&rdid=UvRovSzdFugnpMFS
শিহাব